× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

‘আত্মবিশ্বাসী’ সালমাদের সামনে আজ ভারত

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে রেকর্ড সুখকর না হলেও এবার দারুণ আত্মবিশ্বাসী ট্রাইগ্রেসরা। তাদের প্রেরণা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় যারা জিতেছে যুব বিশ্বকাপের ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে তেমনই অভাবনীয় কিছু করে দেখানোর স্বপ্ন্ন সালমা-জাহানারা-ফারজানাদের চোখে। গতকাল আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে লেখা কলামে বাংলাদেশের এশিয়া কাপজয়ী অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত। পুরো দল মুখিয়ে আছে বড় মঞ্চে নিজেদের সেরাটা দেয়ার জন্য।’
কুড়ি ওভারের বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ ম্যাচে মাত্র ২ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার কঠিন গ্রুপে পড়েছে তারা।
‘এ’ গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না সালমা। তিনি বলেন, ‘আমাদের গ্রুপে বিশ্বের সেরা দুই-তিনটা দল রয়েছে। কিন্তু এসব টুর্নামেন্টে খেলতে গেলে কে শক্তিশালী আর কে দুর্বল, তা নিয়ে ভাবলে চলবে না। নিজেদের ওপর বিশ্বাস রেখে সকল প্রতিকূলতা পেরিয়েই আমরা ২০১৮তে এশিয়া কাপ জিতেছিলাম। বিশ্বকাপেও আমাদের একই মানসিকতা থাকা দরকার।’ এরই মধ্যে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ভারত। তবে প্রতিবেশীদের বিপক্ষে টাইগ্রেসদের অতীত রেকর্ড মন্দ নয়। পাঁচ দেখায় বাংলাদেশ দুবার হারিয়েছে ভারতকে। এর মধ্যে ২০১৮ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের সুখস্মৃতিও রয়েছে।
মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সালমারা ঝালিয়ে নেন নিজেদের। ওই ম্যাচে বল হাতে ৪ উইকেট শিকার পেসার জাহানারা আলমের। ভারতের নারী ক্রিকেট লীগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। জাহানারার একটা স্পেল আজ বাংলাদেশের জয়ে নিয়ামক হয়ে উঠতে পারে। অফস্পিনার খাদিজা তুল কুবরা ও সালমা খাতুনও ছন্দে আছেন। দুজনই প্রস্তুতি ম্যাচে পেয়েছেন সাফল্য। বোলাররা ছন্দে থাকলেও ব্যাটিং নিয়ে কিছুটা সমস্যা রয়েছে বাংলাদেশ নারী দলের। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ওপেনার মুর্শিদা খাতুন ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ম্যাচের পর অধিনায়ক সালমা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আর আজ ভারতের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে খেলতে হবে টাইগ্রেসদের। এমন ম্যাচে ফারজানা হকের দিকে বিশেষভাবে তাকিয়ে থাকবে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। ৪৮ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানাকেও নিতে হবে দায়িত্ব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ভারতের টপঅর্ডারের কেউ বড় ইনিংস পায়নি। তবে মিডল অর্ডার ব্যাটসম্যান দীপ্তি শর্মার অপরাজিত ৪৯ রানের কল্যাণে ১৩২ রানের পুঁজি গড়ে। লেগস্পিনার পুনম যাদবের ঘূর্ণিতে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১১৫ রানে। পুনম নেন ৪ উইকেট। পেসার শিখা পান্ডের শিকার ৩টি। বাংলাদেশের বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখতে চান ভারত দলের অধিনায়ক হরমনপ্রিত কাউর। তিনি বলেন,‘আমাদের দল এখন আর দুই-তিনের ওপর নির্ভরশীল নয়। মোমেন্টাম ধরে রাখতে আশাবাদী আমরা।’ বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পার্থের ওয়াকা গ্রাউন্ড। এ ম্যাঠে গত দু’দিন অনুশীলন করেছেন সালমারা। উইকেটরক্ষক নিগার সুলতানা জানান, উইকেট কেমন হবে তা না ভেবে নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছেন তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর