× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

১৩ হাজারি ক্লাবে ‘প্রথম’ বাংলাদেশি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

আরো একবার উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না তামিম ইকবাল। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টর দ্বিতীয় দিনে আউট হন ব্যক্তিগত ৪১ রানে। তবে দ্বিতীয় সেশনে ব্যক্তিগত ২৭ রানে পৌঁছতেই প্রথম বাংলাদেশি হিসেবে ১৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ১২ হাজার রানও করতে পারেননি এখনো। দ্বিতীয় সর্বাধিক ১১৭৫২ রান সাকিব আল হাসানের। দশ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান মুশফিকুর রহীম। টাইগারদের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের সংগ্রহ ১১৫৭৫ রান।
এখন পর্যন্ত ৬০ টেস্ট খেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ৯ সেঞ্চুরি ও ২৭ হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ৪৪০৫ রান।
সর্বোচ্চ ২০৬। গড় ৩৮.৬৪। ব্যাটিং গড়টা আরো ভালো থাকতো যদি ইনিংসগুলো বড় করতে পারতেন। ক্যারিয়ারে পাঁচবার আউট হয়েছেন ৮০’র ঘরে। সাতবার ৭০, তিনবার ৬০, এগারোবার ৫০, এগারোবার ৪০ ও ৩০’র ঘরে আউট হয়েছেন ১০ বার। গত বছর হ্যামিল্টনে ১২৬ রানের ইনিংস খেলার পর দুবার ৭৪ রান করে আউট হন তামিম। এ ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ৩৪ রান।
ওয়ানডেতে ২০৪ ম্যাচে ৬৮৯২ রান সংগ্রহ তামিম ইকবালের। ১১ সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি ৪৭টি। গড় ৩৫.৫২। আর ৭৭ টি-টোয়েন্টিতে ২৩.৮৪ গড়ে তার সংগ্রহ ১৭১৭ রান। সর্বোচ্চ ১০৩।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান
১. তামিম ইকবাল: ৩৩৭ ম্যাচ ১৩০১৪ রান
২. সাকিব আল হাসান: ৩৩৮ ম্যাচ ১১৭৫২ রান
৩. মুশফিকুর রহীম: ৩৭০ ম্যাচ ১১৫৭৫ রান
৪. মাহমুদল্লাহ রিয়াদ: ৩১৯ ম্যাচ ৮২১৯ রান
৫. মোহাম্মদ আশরাফুল: ২৫৯ ম্যাচ ৬৬৫৫ রান
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর