× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

বেবিচকের আরো তিন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

অর্থ আত্মসাতের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আরো তিন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল।  যাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা হলেন- নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান, মো. মোকাব্বর  আলী এবং উপ-সহকারী প্রকৌশলী বায়েজিদ আহমেদ। এর আগে একই অভিযোগে ২০ শে ফেব্রুয়ারি বেবিচকের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী, তত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম মাকসুদুল আলম ও নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ১১ই ফেব্রুয়ারি বেবিচকের এই ছয় প্রকৌশলীকে তলবী নোটিশ পাঠায় দুদক। জানা গেছে, কক্সবাজার বিমান বন্দরের উন্নয়ন প্রকল্পের পরিচালক (বরখাস্তকৃত) আমিনুল ইসলামের সঙ্গে যোগসাজশে তলবকৃত ওই ছয় প্রকৌশলী প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। দুদকের পাঠানো তলবী নোটিশে বলা, প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী ও আমিনুল ইসলামসহ অন্যান্য প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের টাকা আত্মসাত করে অবৈধ ভাবে আয় বহির্ভূত সম্পদ অর্জনের খোঁজ পেয়েছে দুদক। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান।
সৈয়দ ইকবাল হোসেন ছাড়া তদন্তকারী দলে অন্য দুই সদস্য হলেন- গুলশান আনোয়ার প্রধান ও সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর