× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন।
বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস ওয়ান ও জিটিভি।
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশর পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ৯ ম্যাচে মাত্র ২ জয় টাইগ্রেসদের। তবে সর্বশেষ দুইবারের দেখায় জয়ী দলের নাম বাংলাদেশ। ২০১৮ টি-টোয়েন্টি এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ। ফাইনালে ভারতকে দ্বিতীয়বার হারিয়ে শিরোপা জেতে জাহানারা-সালমারা। সে আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নেমেছে সালমা খাতুনের দল।
বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ রানে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
মুর্শিদা খাতুন, শামিমা সুলতানা, সানজিদা ইসলাম, নিগার সুলতানা (উইকেটরক্ষক), ফারজানা হক, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), ফাহিমা খাতুন, জাহানারা আলম, পান্না ঘোষ ও নাহিদা আক্তার।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর