× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অফিসে পৌঁছেছেন মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) ফেব্রুয়ারি ২৫, ২০২০, মঙ্গলবার, ৯:৩৫ পূর্বাহ্ন

চরম নাটকীয়তা মালয়েশিয়ার রাজনীতিতে। তারই ধারাবাহিকতায় গতকাল প্রধানমন্ত্রী পদ ত্যাগ করার পর আবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মাহাথির মোহাম্মদ। এর ফলে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রবেশ করেছেন প্রধানমন্ত্রীর অফিস পারদানা পুত্রা’তে। তবে এই মুহূর্তে তাকে সহযোগিতা করার মতো মন্ত্রীপরিষদ নেই। এমন অবস্থায় তাকে প্রশাসনের স্টিয়ারিংয়ে হাত রাখতে হচ্ছে। এ খবর দিয়ে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার বলছে, তার এই অন্তর্বর্তী ক্ষমতার মেয়াদ তিন থেকে চারদিন বাড়ানো হতে পারে। যতক্ষণ পার্লামেন্টের নিম্ন কক্ষ দেওয়ান রাকায়েতে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে, অর্থাৎ ক্ষমতায় আসতে না পারে ততক্ষণ তাকে এ দায়িত্ব পালন করতে হবে। এরপরও যদি রাজনৈতিক দলগুলো সরকার গঠনে ব্যর্থ হয় তাহলে আগাম নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে মালয়েশিয়া।
ওদিকে আলাদাভাবে মাহাথির প্রধানমন্ত্রী থাকাকালে তার উপপ্রধানমন্ত্রী ওয়ান আজিজা আজও সকালে পুত্রা পারদানা ভবনে প্রবেশ করেছেন। এই ভবনেরই উপপ্রধানমন্ত্রীর অফিস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর