× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হার্ভে উইন্সটেন

এক্সক্লুসিভ

মানবজমিন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

ধর্ষণ সহ যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে হলিউডের সাবেক মুঘল বলে পরিচিত প্রযোজক হার্ভে উইন্সটেন। নিউ ইয়র্ক সিটিতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও যৌন হয়রানির অভিযোগ গঠন করা হয়েছে। তিনি শাস্তি হিসেবে ২৫ বছরের জেল পেতে পারেন। এখনো তার বিরুদ্ধে ২০১৩ সালে দু’জন নারীকে যৌন হয়রানির অভিযোগের মুখোমুখি তিনি। তার বিরুদ্ধে প্রথম সারির অভিনেত্রী গোয়ানেথ পালথ্রো, উমা থারম্যান ও সালমা হায়েক সহ কমপক্ষে ৮০ জন নারী যৌন অশোভন আচরণের অভিযোগ এনেছেন। বিশেষ করে নারীদের নির্যাতন বিরোধী মি. টু আন্দোলন যখন তুঙ্গে তখনই হার্ভে উইন্সটেনের বিরুদ্ধে এসব অভিযোগ আনতে সাহস দেখান ওই নারীরা। তার বিরুদ্ধে যখন অভিযোগ গঠন চলছিল তখন তিনি বুকের ব্যথায় নিউ ইয়র্কের ভেলেভু হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আগামী ১১ই মার্চ তার বিরুদ্ধে শাস্তি ঘোষণার কথা রয়েছে।
এরপরই তাকে নেয়া হবে রিকার দ্বীপের জেলখানায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর