× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেটে ৬ দিনেও খোঁজ মেলেনি কিশোরী আঁখির

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

৬ দিন ধরে নিখোঁজ সিলেটের কিশোরী আঁখি আক্তার। তার কোনো খোঁজ নেই। মা সুমি আক্তার মেয়ের সন্ধানে অস্থির। কোথায় আছে জানেন না। পুলিশও তার খোঁজ পাচ্ছে না। এনিয়ে নানা শঙ্কায় মা। নিখোঁজ আখি আক্তার দক্ষিণ সুরমার ঝালোপাড়া স্কুল রোডের ৭নং শহীদ মিয়ার বাড়ির সুমি আক্তারের মেয়ে। এ ঘটনায় নিখোঁজের মা দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়, আখি আক্তার গত বুধবার আনুমানিক বিকেল ৩টার দিকে কাউকে কিছু না বলে ঝালোপাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হলুদ রঙের ওরনা, লাল ও সাদা রঙের কামিজ, রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, লম্বায় আনুমানিক ৫ ফুট। এব্যাপারে নিখোঁজ আখি আক্তার মা সুমি আক্তার জানান, ‘আমার মেয়ে হারিয়ে যাওয়ার পর থেকে আমি যখন দিশেহারা হয়ে খোঁজাখুঁজিতে ব্যস্ত, ঠিক দুদিনের মাথায় অপরিচিত একটি মোবাইল ০১৩০১ ৩১৪৭৬৭ থেকে আমার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। অপরিচি ওই ব্যক্তি আমার মোবাইল ফোনে জানান, ‘এটা কোন জায়গা’। পরে আমি ওই নাম্বারে ফোন করলে অপরিতি ওই ব্যক্তি জানান, ‘শিমু’ নামের একটি মেয়ে নাকি সুমি আক্তারের মোবাইলে ফোন দেন। এর পর থেকে আর ওই নাম্বারের বার বার যোগাযোগ করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এদিকে- গতকাল মানবজমিনের কাছে সুমি আক্তার জানিয়েছেন- ঝালোপাড়া স্কুল গলির শেলী আক্তার নামের এক মহিলার বাসায় গিয়েছিলো আখি। এরপর থেকে আখি নিখোজ রয়েছে। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানিয়েছেন- পুলিশ আঁখি আক্তারের সন্ধান চালাচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর