× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং / শীর্ষ ২০-এ মুশফিক নাঈম-রাহীর বড় লাফ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। এর ইতিবাচক প্রভাব পড়েছে আইসিসির র‌্যাঙ্কিংয়েও। হার না মানা ডাবল সেঞ্চুরির (২০৩*) সুবাদে পাঁচ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহীম। অধিনায়ক মুমিনুল হকও উন্নতি দেখেছেন পাঁচ ধাপ। ১৩২ রানের ইনিংসের সুবাদে মুমিনুল উঠে এসেছেন ৩৯তম স্থানে। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছেন। এটা শান্তর ক্যারিয়ারসেরা রেটিং। বোলার র‌্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়েছেন নাঈম হাসান।
মিরপুরে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেয়া অফস্পিনার নাঈমের অবস্থান ৩৮তম। পেসার আবু জায়েদ রাহী ১১ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে রয়েছেন।
আইসিসির সবশেষ র‌্যাঙ্কিংয়ে ৯০৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন ভারতের বিরাট কোহলি। আর ৯১১ রেটিং নিয়ে শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (৮৫৩) তিন, অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন (৮২৭) চার ও পাকিস্তানের বাবর আজম (৮০০) রয়েছেন পাঁচে। ৯০৪ রেটিং নিয়ে বোলার র‌্যাঙ্কিংয়ে যথারীতি সবার উপরে অজি পেসার প্যাট কামিন্স। শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। নিউজিল্যান্ডের টিম সাউদি ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। শীর্ষ ১০-এ একমাত্র ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন (৯ম)।
২০ নম্বরে থাকা মুশফিকের রেটিং ৬৫৫। ২০১৭তে ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট অর্জন করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ৬৫৮ পয়েন্টে দাঁড়িয়েছিল মুশফিকের রেটিং। ৫৫৬ রেটিং নিয়ে ৩৯ নম্বরে থাকা মুমিনুলের ক্যারিয়ারসেরা রেটিং ৬৬১, ২০১৫তে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে। শান্ত (২৮৮), নাঈম (৪১০) ও রাহী (৩৩১) ক্যারিয়ারসেরা রেটিংয়ে রয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর