× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা শুরু দুপুর ২টায় /ঘুরে দাঁড়ানোর লড়াই সালমাদের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের কাছে হার দিয়ে শুরু হয়েছে সালমাদের মিশন। ক্যানবেরার মানুকা ওভালে আজ ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে টাইগ্রেসদের সামনে স্বাগতিক অস্ট্রেলিয়া। এতে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে সালমাদের জন্য। ২০১৪’র পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় নেই বাংলাদেশের। অন্যদিকে অস্ট্রেলিয়া এই আসরে চারবারের চ্যাম্পিয়ন।

ভারতের বিপক্ষে ম্যাচে সম্ভাবনা জাগিয়েও শেষে হার দেখে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এদিন ১৪৩ রানের টার্গেটে বাংলাদেশের ব্যাটিং বিন্যাসেও ভুল ছিল বলে মনে করেন বোদ্ধা-বিশ্লেষকরা।
শেষে ১৮ রানে হেরে যায় সালমারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে বোলারদেরই বেশি ভূমিকা রাখতে হবে। এটা জানেন টাইগ্রেস ক্রিকেটাররাও। এর আগে উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা বলেন, ‘ব্যাটিংটা ভালো হচ্ছে না আমাদের। তবে আমাদের বোলিংটা ভালো। ১৩০ রানের পুঁজি পেলেও যে কোনো দলের বিপক্ষে লড়াইয়ের সামর্থ্য রাখি আমরা।’ বল হাতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আলো ছড়ান মিডিয়াম পেসার পান্না ঘোষ ও অফস্পিনার সালমা খাতুন। চার ওভারের স্পেলে সমান ২৫ রান খরচে দুজনেরই শিকার ২ উইকেট। তবে পেসার জাহানারা আলম ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে দেন ৩৩ রান। মূল আসর শুরুর আগে প্রস্তৃতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বল হাতে চার উইকেট নিয়েছিলেন জাহানারা। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। সালমার দলের সেরা বোলারকে জ্বলে উঠতে হবে আজ। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসতে পারে। মিডল অর্ডারে ফিরতে পারেন অলরাউন্ডার রোমানা আহমেদ। ভারতের বিপক্ষে ম্যাচে রুমানাকে নামানো হয় ৮ নম্বরে। কৌশল কাজে আসেনি। ৮ বলে ১৩ রান করে আউট হন রোমানা।

ঘরের মাঠের আসরে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো ছিল না। প্রথম ম্যাচে অজিরা হার দেখে ভারতের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরেছে শ্রীলঙ্কাকে হারিয়ে। বুধবার অজি তারকা র‌্যাচেল হেইন্স জানান, মোমেন্টাম বাংলাদেশের বিপক্ষেও ধরে রাখতে চান তারা। যদিও বাংলাদেশ তাদের জন্য অচেনা প্রতিপক্ষ। এ নিয়ে কিছুটা চাপে আছেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। গতকাল ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটকে ল্যানিং বলেন- আমাদের কাছে এখন প্রতিটি ম্যাচই ‘মাস্ট উইন গেম’। অবশ্যই সবার ওপরে অনেক চাপ। শুরুটা খারাপ হলে চাপের প্রসঙ্গ আসা স্বাভাবিক।’ তবে চাপেই নাকি ভালো খেলে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ল্যানিং বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগমুহূর্তেই আমরা বুঝেছিলাম অনেক চাপ থাকবে। তবে অতীতে চাপেই ভালো খেলেছি আমরা।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর