× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিকৃবি শিক্ষার্থীর আন্তর্জাতিক পুরস্কার লাভ

বাংলারজমিন

সিকৃবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের এমএস ছাত্র মো. মেহেদী হাসান খাবার উপযোগী পোকা নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। ‘কেমিস্ট্রি ফর হেল্‌থ অ্যান্ড ওয়েলফেয়ার’ স্ল্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘কনফারেন্স অন রিসেন্ট এডভান্সেস ইন কেমিস্ট্রি’- শীর্ষক আন্তর্জাতিত সম্মেলনে ভোজ্য পোকার খাদ্য সম্ভাবতা ও উপযোগিতা বিষয়ক গবেষণার জন্য ‘বেস্ট পোস্টার’ প্রেজেন্টেশন পুরস্কার লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিলো বাংলাদেশের বন্য লম্বা উরচুঙ্গা পোকায় মিনারেল এবং কীটনাশক অবশেষ মূল্যায়ন। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন কীটতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ড. ফুয়াদ মণ্ডল। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিজানুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সাঈদ আলম প্রমুখ।

সম্মেলনে ৮টি দেশের শতাধিক বিজ্ঞানী তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এদিকে এমএস ছাত্র মো. মেহেদী হাসানের গবেষণার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রাপ্তিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান অভিনন্দন জ্ঞাপন করেছেন।
২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে মো. মেহেদী হাসানকে সংবর্ধিত করা হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন কীটতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ড. ফুয়াদ মণ্ডল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর