× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাফুফেকে স্বপ্নচূড়ার উকিল নোটিশ

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বরাবর উকিল নোটিশ পাঠিয়েছে ‘স্বপ্নচূড়া অ্যান্ড আক্কেলপুর ফুটবল একাডেমি ক্লাব।’ স্বপ্নচূড়া ক্লাবের সাধারণ সম্পাদক জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ এ নোটিশটি পাঠান। বাফুফে ছাড়াও চার পৃষ্ঠার নোটিশ পাঠানো হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানকে। কায়সার হামিদ তার আইনজীবী ব্যারিস্টার গোলাম সারোয়ারের মাধ্যমে এটি প্রেরণ করেন। চলমান নারী ফুটবল লীগ থেকে স্বপ্নচূড়া ক্লাবকে বাদ দেয়ার কারণ জানতে বাফুফেকে উকিল নোটিশ পাঠিয়েছে ক্লাবটি।
উকিল নোটিশে বলা হয়েছে ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে লীগ থেকে স্বপ্নচূড়াকে বাদ দেয়া হয়েছে। নারী ফুটবল কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের কর্মকাণ্ড অবৈধ। বাফুফের একগুয়েমি সিদ্ধান্তের শিকার স্বপ্নচূড়ার ২৩ নারী ফুটবলার। ক্ষুদে এ ফুটবলারদের স্বপ্ন ভাঙার কোনো অধিকার নেই বাফুফের।
নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব চাওয়া হয়েছে। সুষ্ঠু এবং সন্তোষজনক জবাব না পেলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে। উকিল নোটিশের বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, আমি এখনও উকিল নোটিশের বিষয়ে কিছু জানি না। তবে তারা যদি উকিল নোটিশ পাঠিয়ে থাকে তাহলে আমরাও আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবো।
উল্লেখ্য, বাফুফের সব ধরনের নিয়ম মেনেই লীগে অংশ নেয়ার আবেদন করে স্বপ্নচূড়া। ২৩ ফুটবলারকে নিবন্ধনও করে। পরবর্তীতে ক্লাবের অভ্যন্তরীণ জটিলতায় তাদের বাদ দেয় বাফুফে। স্বপ্নচূড়াকে বাইরে রেখেই সাত ক্লাব নিয়ে গত ২২শে ফেব্রুয়ারি মাঠে গড়ায় নারী ফুটবল লীগ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর