× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার

চলতি বছরের বেসরকারিভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবছর তিনটি প্যাকেজের মাধ্যমে হজ পালন করা যাবে। ‘সাধারণ’ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা ও ‘ইকোনোমি’ প্যাকেজের মাধ্যমে ব্যয় হবে ৩ লাখ ১৭ হাজার টাকা। অপর প্যাকেজটি বিভিন্ন সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে নির্ধারণ করবে হজ এজেন্সিগুলো। গতকাল রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২০ ঘোষণা করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। হাব সভাপতি বলেন, এবছর সর্বনিম্ন প্যাকেজের নিচে (৩ লাখ ১৭ হাজার টাকা) কোন এজেন্সি হজে লোক নিতে পারবেন না। তবে সব্বোর্চ মূল্যবান ‘এ’ প্যাকেজটি রয়েছে। এই প্যাকেজে বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে যার কারণে এজেন্সিগুলো নিজেরা নিজেদের মতো করে নির্ধারণ করে প্যাকেজটির মূল্য ঘোষণা করবে।
তিনি বলেন, সাধারণ প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের সীমানার এক হাজার থেকে এক হাজার ৫০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে। ইকোনোমি প্যাকেজের হজযাত্রীদের কুদাই, সৌকিয়া, বাতাকুরাইশ, আজিজিয়া ও জারোয়ালসহ পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের সীমানার এক হাজার ৫০ মিটারের বেশি দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।
হাব সভাপতি তসলিম বলেন, আমরা ২০২০ সালে একটি ত্রুটিমুক্ত হজ ব্যবস্থাপনা উপহার দিতে চাই। সেই নিরিখে আমরা গত বুধবার জরুরি সাধারণ সভা করেছি। সেখানে সব হাব সদস্যরা ছিলেন। বিমানের টিকেটের সমস্যা দূর করতে এবার আমরা কেন্দ্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে সকলকে অনেক আগে টিকিট দিয়ে দিব। টিকিট প্রাপ্তির পর বাড়ি ভাড়া হবে। বাড়ি ভাড়ার সঙ্গে টিকিট মেলে না এই জাতীয় কোনো অভিযোগ থাকার সুযোগ থাকবে না। আমরা এই বছর থেকে এটা করছি।  হজের সময় টিকিট সিন্ডিকেট মুক্ত করার কোনো উদ্যোগ থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে তসলিম বলেন, এ বছর আর টিকিট সিন্ডিকেট বলতে কিছু থাকবে না। কারণ এ বছর এয়ারলাইন্সগুলো এজেন্সির কাছে সরাসরি টিকিট বরাদ্দ করবেন। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি এ বছর টিকিটের ব্যবসা করতে পারবেন না।
হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে ও বলে জানান তিনি।  সংবাদ সম্মেলনে হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ২৪শে ফেব্রুয়ারি চলতি বছর থেকে সরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ একটি বাড়িয়ে তিনটির মাধ্যমে হজ পালনের সুযোগ রেখে ‘হজ প্যাকেজ, ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দ’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর