× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ হাইকোর্টের

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার

চীনের পাশের দেশ তাইওয়ান কিভাবে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে  সেই মডেলটি অনুসরণ করতে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এই পরামর্শ দেন। একই সঙ্গে, করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে যে নির্দেশনা দিবেন, করোনা ভাইরাস প্রতিরোধে সে নির্দেশনা দল-মত নির্বিশেষে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পরামর্শ দেন হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিষ্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন  ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
পরে আইনজীবী হুমায়ুন কবির মানবজমিনকে বলেন, আদালত পর্যবেক্ষণে বলেছেন, পুরো বিশ্ব আজ ভাইরাস আতঙ্কে আতঙ্কিত। এখন পর্যন্ত এই রোগের  কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। চীনের পাশের দেশ তাইওয়ান করোনা ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন।
তাই বিশ্ব এখন পর্যন্ত করোনা ভাইরাসের একমাত্র প্রতিষেধক হলো লকডাউন। একই সঙ্গে, করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিবেন, সে নির্দেশনা দল-মত নির্বিশেষে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে বলেছেন আদালত। এক্ষেত্রে আদালত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উদ্ধৃতি দিয়ে বলেন, ওই সময় যেভাবে পুরো বাংলাদেশের মানুষ দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, ঠিক তেমনি করোনাভাইরাস মোকাবিলায় আমাদের সেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।]
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর