× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নবীগঞ্জে করোনাভাইরাস সচেতনতায় কাজ করছে 'এক মুঠো হাসি'

শিক্ষাঙ্গন

জবি প্রতিনিধি
(৪ বছর আগে) মার্চ ২৬, ২০২০, বৃহস্পতিবার, ৭:২০ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলায়  করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন 'এক মুঠো হাসি '।

বৃহস্পতিবার (২৬শে মার্চ)  সকাল থেকে কার্যক্রমের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতাল, নবীগঞ্জ উপজেলা পরিষদসহ শহরের  বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসা ও যানবাহনে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম শুরু করে তারা। এবং নিত্য প্রয়োজনীয় মালামাল কেনার সময় লোকজন সতর্ক থাকতে পারে সেজন্য নবীগঞ্জ শহরের বিভিন্ন দোকানের সামনে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে রং দিয়ে  চিহ্ন অংকন করে দেয় ।  এর পূর্বে তারা নবীগঞ্জ শহরে রিকশা চালকদের মধ্যে বিনামূল্যে নিজেদের তৈরী ২৫০ টি মাস্ক বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে  সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করে।

 'এক মুঠো হাসি'র  সদস্যরা জানান, বর্তমান বিশ্বে সবচেয়ে আতংকের নাম করোনা ভাইরাস।  এর থেকে বাঁচতে আমাদের বাংলাদেশের মত ঘনবসতিপূর্ণ দেশে গণসচেতনতার বিকল্প নেই।
করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে নবীগঞ্জ এখন সম্পূর্ণ লকডাউনে। এ অবস্থায় কীটনাশক ছিটানো করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকরী হবে বলে আমরা মনে করি। এসময় তারা, উপজেলা প্রশাসনের অধীনে বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা প্রশাসনকে স্থানীয় বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার ও তদারকি করার জন্য অনুরোধ করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর