× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কি বলেন করোনায় প্রথম আক্রান্ত ওয়েই গুইজিয়ান

করোনা আপডেট

মানবজমিন ডেস্ক
২৯ মার্চ ২০২০, রবিবার

চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। তিনি চিংড়ি বিক্রি করতেন। এক মাসের চিকিৎসায় তিনি সুস্থ হয়েছেন। তবে বলেছেন, চীন যদি আগেভাগে এই ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে ব্যবস্থা নিতো, তাহলে এর বিস্তার রোধ করা সম্ভব হতো। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ধারণা করা হয়, করোনা ভাইরাস বা কভিড-১৯ এর উৎপত্তিস্থল হলো চীনের উহান। সেখানেই প্রথম করোনা শনাক্ত করা হয় ৫৭ বছর বয়সী ওই নারীর দেহে। তারপর থেকে এই ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।


যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল ওই নারীকে ওয়েই গুইজিয়ান হিসেবে পরিচয় দিয়েছে। এতে বলা হয়েছে, তিনি হুনান সিফুড মার্কেটে চিংড়ি বিক্রি করতেন। ১০ই ডিসেম্বর তার কাশি হয়। প্রথমে মনে করা হয়েছিল তিনি সাধারণ ফ্লুতে আক্রান্ত হযেছেন। তাই তিনি স্থানীয় এক ক্লিনিকে যান। সেখানে তাকে ইঞ্জেকশন দেয়া হয় বলে লিখেছে বৃটেনের অনলাইন মিরর। কিন্তু তাতে কাজ হয় নিন। ওয়েই গুইজিয়ান ক্রমশ দুর্বল হতে থাকেন। একদিন পরে তিনি উহানে ইলেভন্থ হাসপাতালে যান। তা সত্ত্বেও তার মধ্যে অসুস্থতা বেশি বোধ হতে থাকে। তিনি ১৬ই ডিসেম্বর ওই অঞ্চলে সবচেয়ে বড় উহান ইউনিয়ন হাসপাতালে যান। সেখানে তাকে বলা হয় তার অসুস্থতা খুবই কঠিন।

এরপরই ওই হাসপাতালে যান হুনান মার্কেটের অনেক মানুষ। তাদের লক্ষণ অভিন্ন। অবশেষে ডিসেম্বরের শেষের দিকে ওয়েই গুইজিয়ানকে কোয়ারেন্টিন করা হয়। এ সময়ই চিকিৎসকরা করোনা ভাইরাস শনাক্ত করেন। তারা মনে করেন এই ভাইরাস ওই সামুদ্রিক খাদ্য বিক্রয়কারী মার্কেট থেকে ছড়িয়ে পড়েছে।

চীনা সংবাদ মাধ্যম দ্য পেপার লিখেছে, এই নতুন করোনা ভাইরাস মানবজাতির জন্য পঞ্চম মহামারি নিয়ে এসেছে। করোনা ভাইরাসের বিভিন্ন প্রজাতির মধ্যে ছড়িয়ে পড়ার সক্ষমতা আছে। তারা নতুন নতুন প্রজাতির শরীরে নিজেকে মানিয়ে নিতে পারে। ফলে ভবিষ্যতে করোনা ভাইরাস আরো সরাসরি সংক্রমিত হতে পারে। তাই একই রকম ভাইরাসের বিস্তারের বিরুদ্ধে জনস্বাস্থ্য বিষয়ক নীতি গ্রহণের জন্য মানবজাতির আরো গবেষণা প্রয়োজন বলে মন্তব্য করে দ্য পেপার। এতে তারা উদ্ধৃত করেছে স্কুল অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, স্কুল অব মেডিকেল সায়েন্সেস, ইউনিভার্সিটি অব সিডনি এবং সাংহাই পাবলিক হেলথ ক্লিনিক্যাল সেন্টারের প্রফেসর এডওয়ার্ড হোমস এবং স্কুল অব লাইফ সায়েন্সেস, ফুডান ইউনিভার্সিটির প্রফেসর ঝাং ইংঝেনকে।

ওদিকে সামুদ্রিক খাদ্যের ওই মার্কেটটি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ততক্ষণে এক মাস কেটে গেছে। জানুয়ারির দিকে সুস্থ হতে শুরু করেন ওয়েই গুইজিয়ান। তাকে কভিড-১৯ ‘প্যাসেন্ট জিরো’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বলা হচ্ছে, তিনি ওই মার্কেটে মাংস বিক্রি হয় এমন একটি অংশের টয়লেট ব্যবহার করেছিলেন। সেখান থেকেই তার শরীরে সংক্রমণ হয়েছে। তিনি বলেছেন, তার সঙ্গে আরো যারা এ ব্যবসা করতেন তাদেরও একই রোগ হয়েছে।

উহান মিউনিসিপ্যাল হেলথ কমিশন নিশ্চিত করেছে যে, প্রথম কভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন যে ২৭ জন রোগী তার মধ্যে ছিলেন ওয়েই গুইজিয়ান। তিনি বলেছেন, সরকার যদি আরো আগে ব্যবস্থা নিতো তাহলে এই ভাইরাসে মৃত্যু আরো কমিয়ে আনা সম্ভব হতে পারতো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর