× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

টিভি নাটকের শুটিং বন্ধের সময় বাড়ানো হয়েছে

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০২০, রবিবার

দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় টিভি নাটকের শুটিং বন্ধের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ এপ্রিল পর্যন্ত টিভি নাটকের সব ধরনের শুটিং বন্ধ থাকবে। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন, করোনা পরিস্থিতির কারণে সরকার কর্তৃক ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি চলছে। এ অবস্থায় আন্তঃসাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত শুটিং কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে শুটিং বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি। পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে পুনরায় শুটিং কার্যক্রম শুরু হবে। করোনা আতঙ্কের কারণে গেল ২২ মার্চ সকাল থেকে ৩১ মার্চ রাত পর্যন্ত সকল নাটকের শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল দেশের নাট্যাঙ্গনের প্রতিনিধিরা। গত ১৯ মার্চ রাজধানীর নিকেতনে- ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ, প্রযোজক সমিতি ও অভিনয়শিল্পী সংঘের সম্মিলিত কার্যালয়ে নাটকসংশ্লিষ্ট ১৪টি সমিতি ও সংঘের নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর