× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কক্সবাজারে পেটের তাগিদে রাস্তায় বের হচ্ছে খেটে খাওয়া মানুষ

অনলাইন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
(৪ বছর আগে) মার্চ ৩০, ২০২০, সোমবার, ১:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজারে করোনা পরিস্থিতিতে কঠোর বিধি নিষেধের মধ্যেও ঘরে থাকছে না দিনমজুর মানুষ। রিক্সা, টমটম, সিএনজি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে তারা। সোমবার সকাল থেকে কক্সবাজার শহরের প্রধান সড়ক ও অভ্যন্তরিণ সড়কে গাড়ি চলাচল বেড়েছে। ব্যাংকগুলোতেও ভিড় দেখা গেছে। কাঁচাবাজারেও কেনাকাটায় ব্যস্ত ছিল অনেকে। সন্ধ্যার পর মানুষের কোলাহল আরও বেড়ে যায়। স্বাভাবিক জীবনযাত্রার মতো ঘুরে বেড়াচ্ছে তারা। শুধু শহরে নয় বিভিন্ন উপজেলায় অভ্যন্তরিণ সড়কে গাড়ী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
ষ্টেশনগুলোতেও জীবনযাত্রা স্বাভাবিক হয়ে  উঠতে শুরু করেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, করোনার ভয়াবহতা মানুষ এখনো আচঁ করতে পারেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার মানুষকে ঘরে থাকতে বলা হলেও কর্মহীন দরিদ্র মানুষ তা মানছে না।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, মানুষকে ঘরে থাকতে তাগাদা দেয়া হয়েছে। জেলা প্রশাসকের ফেসবুক পেইজেও বলা হয়েছে, আপনারা ঘরে থাকুন। আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দেব। আজ ও গতকাল দুইদিন তিনি কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে খাবারও পৌছে দেন। এরপরও মানুষ আয় রোজগারের জন্য রাস্তায় নেমে আসছে।
এদিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও কড়াকড়ি শীতিল করেছে। মানুষকে ঘরে ফেরাতে প্রথম ২/৩ দিন তারা যেভাবে তৎপর ছিল, এখন সেই তৎপরতা নেই। শহরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হলেও গাড়ী চলছে তার স্বাভাবিক নিয়মেই।
কক্সবাজার পুলিশের অতিরিক্ত সুপার ইকবাল হোসেন বলেন, কড়াকড়ি শীতিল হয়নি। বলতে পারেন, মানুষ ঘরে থাকছে না। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা কাজ করছি, দেখি কি করা যায়।a
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর