× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

তুরস্কের অভিযোগ /ওমরায় করোনা সংক্রমণ গোপন করেছে সৌদি আরব

করোনা আপডেট

মানবজমিন ডেস্ক
৩১ মার্চ ২০২০, মঙ্গলবার

সৌদি আরবে অবস্থিত ইসলামের পবিত্রতম স্থাপনাগুলোতে সফররত মুসলিমদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়েছে। কিন্তু সৌদি আরব বিষয়টি গোপন রেখেছে। অন্তত এমন অভিযোগই করেছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলেমান সোয়লু বলেন, সৌদি আরব থেকে উমরা পালন করে দেশে ফেরত আসা তুর্কি পূণ্যার্থীদের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তিনি বলেন, সৌদি আরব থেকে ফেরত আসা নাগরিকদের মধ্যে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বাধ্য হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে এ খবর দিয়েছে নিউ আরব।

সোলেমান সোয়লু বলেন, ‘সৌদি আরব একজন করোনা আক্রান্ত রোগীর কথাও আমাদের অবহিত করেনি। যদি কোনো দেশ এ ধরণের তথ্য লুকায় বা অবহিত না করে, তাহলে আমাদের শুধু আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করাই বাকি থাকে।’

এখন পর্যন্ত তুরস্কে ২৪৩৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এদের মধ্যে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ও জামাতে নামাজ পড়া স্থগিত রেখেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে সৌদি আরব থেকে দেশে ফেরা হাজার হাজার তুর্কি ওমরাহ পালনকারীকে কোয়ারেন্টিনে নেয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর দুই দেশের সম্পর্ক অবনতি হয়। বুধবার তুর্কি কৌঁসুলিরা ওই হত্যার ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দুই সাবেক শীর্ষ সহযোগী সহ ২০ সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। এছাড়াও কাতারের সঙ্গে সৌদি আরব সম্পর্ক বিচ্ছিন্ন করলে দেশটির সহায়তায় এগিয়ে আসে তুরস্ক। এ নিয়েও দুই দেশের নেতাদের মধ্যে মনোমালিন্য রয়েছে। এরই মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে করোনা সংক্রমণের কথা গোপন করার গুরুতর অভিযোগ আনলেন তুর্কি মন্ত্রী।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর