× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

৫০০ দরিদ্র পরিবারের পাশে সাইমন

বিনোদন

স্টাফ রিপোর্টার
৩১ মার্চ ২০২০, মঙ্গলবার

করোনাভাইরাসের ভয়াল থাবা এখন সারাবিশ্বে। বাংলাদেশের মানুষও এ ভাইরাসের কারণে এখন ঘরবন্দি। এর ফলে দিনমজুররা পড়েছেন সব থেকে বিপাকে। কারণ তাদের হাতে কাজ নেই। যার ফলে খাদ্য সংকটে পড়েছেন তারা। এমন দুর্দিনে সেই সব দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সরকার। এগিয়ে এসেছেন শোবিজ তারকারাও।

এবার এসব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন ঢাকাই সিনেমার চলতি সময়ের জনপ্রিয় নায়ক সাইমন সাদিক।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়ক   ৫০০ পরিবারকে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করেছেন। আজ থেকে ঢাকা ও তার আশেপাশের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করবেন সাইমন। এই উদ্যোগে বন্ধুরাও তার পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানালেন তিনি। সাইমন বলেন, অবস্থা এখন ভালো না। যারা দরিদ্র তাদের অবস্থা এই সময়ে সব থেকে নাজুক।

তাই আমরা খুঁজে দরিদ্র মানুষদেরকেই সহায়তা করবো। যাতে প্রকৃত ভুক্তভোগীদের উপকার হয়। করোনাভাইরাসের কারণে সবাই ঘরে আটকে আছেন। বিশেষ করে যারা দিনে উপার্জন করে দিনে খান তারা বিপদে পড়েছেন। তাদের সহায়তা করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এ পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫ জন। এদিকে করোনা ভাইরাস যাতে আর না ছড়াতে পারে সে জন্য সরকার সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর