× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

অসহায় মানুষের পাশে অধরা খান

বিনোদন

স্টাফ রিপোর্টার
৩১ মার্চ ২০২০, মঙ্গলবার

বিশ^জুড়ে করোনা মহামারিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কেবল বাড়ছেই। বাংলাদেশেও পড়েছে করোনার ভয়াবহ থাবা। এমন অবস্থায় বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন। শোবিজ তারকাদের অনেকেই এসব মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। ঢাকাই চলচ্চিত্রের চলতি সময়ের ব্যস্ত নায়িকা অধরা খানও সম্প্রতি এসব মানুষের ঘরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন নিজ উদ্যোগে।

এ বিষয়ে নায়িকা জানান, রাজধানী ঢাকার নন্দীগ্রাম দক্ষিণ বনশ্রী এলাকার একশ পরিবারকে এসব খাদ্যসামগ্রী তিনি ও তার সহযোগীরা পৌঁছে দিয়েছেন। আগামী সপ্তাহেও এই রকম আরেকটি কার্যক্রম পরিচালনা করবেন বলে জানালেন। তিনি আরো বলেন, এই সময় যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
কারণ নিম্ন আয়ের মানুষেরা খুব কষ্টে রয়েছেন। তারা দিন আনেন দিন খান। কিন্তু এই সময় বেকার হয়ে পড়েছেন তারা। তাই আমি আমার দিক থেকে চেষ্টা করেছি কিছুটা সহায়তা করার।

এই সমস্যার মোকাবেলা সবাইকে মিলে করতে হবে। আর একটি কথা বলবো, সচেতনতার কোনো বিকল্প নেই। তাই যে নিয়মগুলো বলা হচ্ছে সেগুলো পালন করতে হবে। বার বার হাত ধুতে হবে, নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। আর বাসায় থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। যদি অতি প্রয়োজনে বাসার বাইওে যেতেই হয়, তবে মাস্ক ব্যবহার করতে হবে। আর সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।  তাহলে নিশ্চয়ই আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর