× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কক্সবাজার ল্যাবে আজ থেকে করোনা পরীক্ষা

করোনা আপডেট

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে আজ থেকে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার রাতে করোনা জীবাণু সনাক্তকরণ কিট কক্সবাজার এসে পৌছে এবং বুধবার  প্রাথমিক কার্যক্রম চালানো হয়। আজ বৃহস্পতিবার থেকে ল্যাবটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। তিনি জানান, বুধবার করোনা ভাইরাসের পরীক্ষামূলক টেস্ট সফল করা হয়েছে।
কক্সবাজার মেডিকেল ল্যাবে প্রতিদিন ৯৬ জনের করোনা ভাইরাসের জীবাণু টেস্ট সক্ষমতা রয়েছে। তবে প্রথম পর্যায়ে এই ল্যাবে খুব সীমিত আকারে করোনা ভাইরাসের টেস্ট করা হবে।
তিনি আরও জানান, এই ল্যাবে সরাসরি করোনা রোগীর স্যাম্পল দেয়ার সুযোগ নেই। কক্সবাজার জেলার সিভিল সার্জন ও কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের মাধ্যমে স্যাম্পল পাঠাতে হবে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে যে সব করোনা ভাইরাসের জীবাণু টেস্ট হবে তার রিপোর্টও এখান থেকে প্রকাশ করার সুযোগ নাই। ওই রিপোর্ট ঢাকাস্থ আইইডিসিআরের মাধ্যমে প্রকাশ করা হবে।
তিনি জানান, আইইডিসিআর এর অভিজ্ঞ টিম কক্সবাজার ল্যাবের টেকনিশিয়ানদের হাতেকলমে প্রশিক্ষণ দিয়েছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের করোনা ভাইরাস জীবাণু টেস্টের ল্যাবটি সারাদেশে সরকারের অনুমোদিত ১৭ টি ল্যাবের মধ্যে ১৫ নম্বর ক্রমিকে রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর