× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মুম্বইয়ে বিশ্বের সবচেয়ে বড় বস্তিতে করোনায় মৃত্যু ১, পরিবার কোয়ারেন্টিনে

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ২, ২০২০, বৃহস্পতিবার, ১২:২৫ অপরাহ্ন

মুম্বইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় বস্তি ধারাবি’তে করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বস্তিগুলোতে করোনা ভাইরাস নিয়ে বিশেষজ্ঞ মহল যখন বার বার সতর্কতা দিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময়েই এ খবর প্রকাশ হলো। মৃত ব্যক্তি ৫৬ বছর বয়সী একজন পুরুষ। বুধবার তাকে ওই বস্তি এলাকার একটি ভবন থেকে উদ্ধার করে কর্তৃপক্ষ সিওন হাসপাতালে নিয়ে যায়। সিল করে দেয় ওই ভবনটি। তার পরিবারের ৭ সদস্যকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের করোনা ভাইরাস পরীক্ষা করার কথা রয়েছে। মুম্বইতে প্রায় ৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই বস্তিটির আয়তন।
এটি সিঙ্গাপুরের অং মে কিও’র অর্ধেকের সমান। এই বস্তিতে বসবাস করেন কমপক্ষে ১৫ লাখ মানুষ। তারা সেখানে গাদাগাদি করে বসবাস করেন। সেখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রায় উন্মুক্ত। ওদিকে করোনা ভাইরাসে ভারতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮। আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভারত ও এশিয়ার বিভিন্ন দেশে যে বিস্তৃত বস্তি রয়েছে সেখানে গাদাগাদি করে বসবাস করে মানুষ। তাদের পক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন। এ ছাড়া সেখানে স্বাস্থ্যবিধি বলতে কিছু নেই। ফলে বস্তি এলাকায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এমন আশঙ্কাই করা হচ্ছে বিশ্বজুড়ে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর