× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা ভাইরাসের টীকার পরীক্ষা শুরু অস্ট্রেলিয়ায়

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ২, ২০২০, বৃহস্পতিবার, ১:০৮ পূর্বাহ্ন


করোনা ভাইরাসের বিরুদ্ধে দুটি শক্তিশালী টীকার পরীক্ষা শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। সেখানকার বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে আজ বৃহস্পতিবার এই পরীক্ষা শুরু করেছেন। যদি এক্ষেত্রে সফল হন তাহলে তা হবে মাইলফলক। বিশ^জুড়ে বিজ্ঞানীরা বর্তমানে কমপক্ষে ২০টি টীকা নিয়ে গবেষণা করছেন। তবে এখন পর্যন্ত তার মধ্যে একটিও আনুষ্ঠানিক স্বীকৃতি পায় নি। অস্ট্রেলিয়ায় যে টীকার পরীক্ষা করা হচ্ছে, তা প্রয়োগ করা হচ্ছে পশুর ওপর। এ পরীক্ষায় অনুমোদন দিয়েছে বিশ^ স্বাস্থ্য সংস্থা। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের ইনোভিও ফার্মাসিউটিক্যাল উদ্ভাবন করেছে এই টীকা।
এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়েছে, একটি পশুর ওপর ওই টীকা প্রয়োগের পর তা যাচাই করে দেখবে অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সি। তারা দেখবে যে, এই টীকা কতটা কার্যকর। এটা মানবদেহের জন্য নিরাপদ কিনা। গত মাসে করোনা টীকা প্রথম মানব শরীরে পরীক্ষামুলকভাবে চালানো হয়েছে। সেখানে পশুর ওপর এটি প্রয়োগ করার পদক্ষেপ বাদ রাখা হয়।
করোনা ভাইরাস সংক্রমণের পর থেকেই ব্যতিক্রমী দ্রুত গতিতে বিশ^জুড়ে এর টীকা বা ভ্যাকসিন আবিষ্কারের তৎপরতা শুরু হয় বিজ্ঞানীদের মধ্যে। এরই মধ্যে তাদের অনেকে অনেকটা অগ্রসর হয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও) বলেছে, তারাই প্রথম এই টীকা পশুর ওপর প্রয়োগ করছে ক্লিনিক্যালি ব্যবহারের আগে। গবেষকরা বলেছেন, বৈশি^ক সহযোগিতা এবং দ্রুতগতি এই অপ্রত্যাশিত অবস্থানে আসতে সাহায্য করেছে তাদের। সিএসআইআরও-এর ড. রব গ্রিনফেল বৃহস্পতিবার বলেছেন, এমন একটি টীকা আবিষ্কার করতে সাধারণত এক থেকে দুই বছর সময় লাগে। কিন্তু আমরা সেই সময়কে প্রকৃতপক্ষে কমিয়ে মাত্র কয়েক মাসে এনেছি।
সিএসআইআরও টিম কয়েক দিনে ছোট লোমযুক্ত স্তন্যপায়ী প্রাণিদের ওপর প্রয়োগ করেছে। এসব প্রাণি মানুষের মতো করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রমাণ রয়েছে। বর্তমানে বিশে^ এমন ২০টি টীকা উদ্ভাবনের চেষ্ট চলছে। তবে সর্বশেষ চালানো পরীক্ষার ফল জুনের শুরুর দিকে পাওয়া যাবে বলে ধাণা করা হচ্ছে। যদি এতে সফলতা আসে তাহলে ক্লিনিক্যাল পর্যায়ে পরীক্ষা করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর