× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিএমপি’র ত্রাণ সহায়তা

অনলাইন

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে
(৪ বছর আগে) এপ্রিল ২, ২০২০, বৃহস্পতিবার, ৪:৪০ পূর্বাহ্ন

করোনা সংক্রমণ রোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভূমিকা শুরু থেকেই ব্যতিক্রম। মহামারি এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে আসছেন তারা।

 শহর জীবাণুমুক্ত রাখতে সড়কে ব্লিচিং ছেটানো, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, যানবাহনে স্টিকার লাগানো সহ নানা কর্মকান্ডের মাধ্যমে চলমান করোনা সংকটের মধ্যেও নিজেদের ভিন্নভাবে জানান দিতে সক্ষম হয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।এর পরেও থেমে নেই তারা। চলমান দুর্যোগের শেষ মুহুর্ত পর্যন্ত মানুষের হেফাজতে থাকার ঘোষণা এরই মধ্যে দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম (বার)।

এর অংশ হিসেবে ‘জনগণের পুলিশ, মানবিক পুলিশ’ এই স্লোগান নিয়ে করোনা ভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া বরিশালের অসহায় দিনমজুর এবং দরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য মহানগরীর চার থানার অফিসার ইন-চার্জ (ওসি) দের কাছে রিলিফ তুলে দেয়া হয়েছে।পুলিশ সদস্যদের নিজস্ব অর্থায়নে ক্রয় করা এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ওসিদের হাতে তুলে দেন।
 
তাদের শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় প্রথম দিনে চার থানার ওসিদের কাছে একশত প্যাকেট খাদ্যসমন্ত্রী হস্তান্তর করা হয়েছে। যার প্রতি প্যাকেজে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল এবং ১টি করে সবান রয়েছে।

এছাড়াও পরবর্তীতে বরিশাল পুলিশ লাইন্সে তিনশত পরিবারের জন্যও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সমগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়। যা গণজমায়েত করে বিতরণ না করে পুলিশ সদস্যরা প্রতিটি অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়ে আসেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর