× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজশাহীকে সুরক্ষিত রাখতে কঠোর অবস্থানে সেনাবাহিনী

অনলাইন

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
(৪ বছর আগে) এপ্রিল ২, ২০২০, বৃহস্পতিবার, ৬:১২ পূর্বাহ্ন

করোনা   সংক্রমণ   ঝুঁকি এড়াতে আগামী এক সপ্তাহ সামাজিক দুরত্ব মানা অপরিহার্য। কিন্তু রাজশাহীতে নির্দেশনা উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে সাধারণ মানুষ। বার বার সতর্ক করা হলেও কাজ হচ্ছে না।এসব মানুষকে ঘরমুখী করতে বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে কাজ করছে সেনাবাহিনী। সকাল থেকেই নগরীতে সেনাবাহিনীর কঠোর অবস্থা চোখে পড়েছে। করোনা   সতর্কতায়   আগামী   ৯   এপ্রিল   পর্যন্ত   সাধারণ   ছুটি ঘোষণা করে সরকার। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাট ও কাঁচাবাজার ছাড়া সব ধরনের বিপণী-বিতানও বন্ধ করা হয়। এসময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া ঘর হতে না হওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি জারি করে সরকার।   চিকিৎসকরা   বলছেন,   করোনা   ঝুঁকি   এড়াতে   আগামী সাতদিন সামাজিক দুরত্ব বজায় রাখা খুবই জরুরি।রাজশাহী মেডিকেল কলেজের করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক   ডা.   আজিজুল   হক   আজাদ   বলেন,   করোনা   ভাইরাস   ২-১৪ দিনে পর্যন্ত মানবদেহে সুপ্ত অবস্থায় থাকতে পারে। তাই ১৪দিন পর বোঝা যাবে সংক্রমিত হয়েছে কি না।
এজন্য সেই হিসেবে আগামী   সাতদিন   খুবই   সতর্ক   থাকতে   হবে।   সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।এবিষয়ে রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, নানা অজুহাতে   ঘর   হতে   বেরুতে   শুরু   করেছে   মানুষ।   নগরীতে   অটোর সংখ্যাও আগের চেয়ে  বেড়েছ। তাই এ বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর