× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

পরশুরামে ১ হাজার পরিবার পেল সরকারি ত্রাণ

বাংলারজমিন

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

পরশুরামে করোনা ভাইরাস সংক্রমণরোধে কর্মহীন, দরিদ্র ও অসহায় ১ হাজার পরিবার সরকারি ত্রাণ পেয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়,উপজেলার ৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কর্মহীন ১ হাজার পরিবারের জন্য সরকারি ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাছাই করে কর্মহীন অসহায় পরিবারগুলোর মাঝে এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি পেয়াজ,১ কেজি লবণ,১ কেজি সয়াবিন তেল ও আধা কেজি মশুর ডাল।

উপজেলার পরশুরাম পৌরসভায় ২৫০ পরিবার, মির্জানগর ইউনিয়নে ২৫০ পরিবার,চিথলিয়ায় ২৫০ পরিবার ও বক্সমাহমুদ ইউনিয়নে ২৫০ পরিবারের জন্য এসব ত্রাণ বরাদ্ধ দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে বক্সমাহমুদ ও চিথলিয়া ইউনিয়নে মানুষের ঘরে ত্রাণ পৌছে দেওয়া হয়। এ সময় পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মং মারমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ,চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন,বকসমাহমুদ ইউপি সচিব মো আইয়ুবসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামীকাল শুক্রবার মির্জানগর ইউনিয়নে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার জানান,কোন মানুষ অনাহারে থাকবে না।প্রতিটি অসহায় ও কর্মহীন পরিবারকে ক্রমান্বয়ে ত্রাণ পৌছে দেওয়া হবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর