× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

হুইসেলব্লোয়ার লি ওয়েনলিয়াংকে ‘শহীদ’ ঘোষণা করলো চীন

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ২, ২০২০, বৃহস্পতিবার, ৮:১৯ পূর্বাহ্ন

করোনা ভাইরাস সম্পর্কে সহকর্মীদের সতর্ক করার চেষ্টায় আন্তর্জাতিক পরিচিতি পাওয়া উহানের চিকিৎসক লি ওয়েনলিয়াংকে ‘শহীদ’ হিসেবে ঘোষণা করেছে চীন। করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে প্রাণ হারানো ১৪ চিকিৎসকের সঙ্গে তাকে শহীদ আখ্যা দেয়া হয়েছ। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, গত ডিসেম্বরে করোনা ভাইরাস ছড়ানোর প্রাথমিক পর্যায়ে নিজের সহকর্মীদের ভাইরাসটি সম্পর্কে সতর্ক করেছিলেন ওয়েনলিয়াং। উহানের স্থানীয় সরকার সে সময় ভাইরাসটি নিয়ে তথ্য ধামাচাপা দেয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে। ভাইরাস সম্পর্কিত তথ্য প্রকাশ না করতে চিকিৎসকদের উপর নির্দেশ ছিল। তিনি সে নির্দেশ অমান্য করে ব্যক্তিগত এক চ্যাট গ্রুপে সহকর্মীদের সতর্ক করেছিলেন। এজন্য পুলিশি জেরার সম্মুখীন হয়েছিলেন। তাকে দিতে হয়েছিল জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তিও।
তবে পরবর্তীতে এ খবর প্রকাশ পেলে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি। অনেকে তাকে জাতীয় বীর হিসেবে আখ্যা দেন।

করোনা ভাইরাসের উৎপত্তি চীনের উহানে। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন ৩ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি। করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে মারা গেছেন ১৪ স্বাস্থ্যকর্মীও। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, চীন সরকার তাদের শহীদ হিসেবে আখ্যা দিয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েনলিয়াংয়ের নামও।

ওয়েনলিয়াং পরবর্তীতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ধারণা করা হয়, এক করোনা আক্রান্তের চিকিৎসা করতে গিয়েই তার শরীরে ভাইরাসটির সংক্রমণ হয়েছিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর