× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা সংক্রমণ রোধের আহ্বান জানিয়ে বরখাস্ত মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ৩, ২০২০, শুক্রবার, ১০:৪১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ারে (রণতরী) করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উর্ধ্বতনদের নেয়া পদক্ষেপ পর্যাপ্ত নয় দাবি করায় বরখাস্ত হয়েছেন দেশটির নৌবাহিনীর এক ক্যাপ্টেন। তিনি মার্কিন রণতরী ইউএসএস থিয়ডর রুজভেল্টের কমান্ডার ছিলেন। ক্যাপ্টেন ব্রেট ক্রজিয়ার নামের ওই ক্যাপ্টেন এক চিঠিতে তার উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি যুদ্ধকালীন সময়ের বাইরে মার্কিন নৌবাহিনীর সদস্যদের মৃত্যু থেকে বাঁচাতে আহ্বান জানিয়েছিলেন। তবে ভারপ্রাপ্ত মার্কিন নৌমন্ত্রী থমাস মডলি জানিয়েছেন, ক্রজিয়ার ‘অত্যন্ত নিম্ন বিচারবুদ্ধির’ প্রমাণ দিয়েছেন। রণতরীটিতে এখন পর্যন্ত অন্তত ১০০ আরোহী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ক্রজিয়ারের বরখাস্ত নিয়ে সাংবাদিকদের ব্যাখ্যা দেন মার্কিন নৌমন্ত্রী মডলি। তিনি জানান, গণমাধ্যমের কাছে নিজের চিঠিটি ফাঁস করে দেয়ার অভিযোগে ক্রজিয়ারকে বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, ওই চিঠিতে এমন ভাব প্রকাশ পেয়েছে যে, ক্রজিয়ারের আহ্বানে সাড়া দিচ্ছে না নৌবাহিনী।
মডলি বলেন, চিঠিটিতে এমন ভাব ফুটে ওঠে যে, নৌবাহিনী তাদের কাজ করছে না, সরকার কাজ করছে না। এটা সত্য নয়।
প্রসঙ্গত, থিয়ডর রুজভেল্টে ৪ হাজারের বেশি আরোহী রয়েছে। তাদের মার্কিনশাসিত ভূখণ্ড গুয়ামে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে।
ক্রজিয়ার ৩০শে মার্চ লেখা তার চিঠিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সতর্ক করছেন যে, রণতরীটিতে এর কর্মীরা বদ্ধ জায়গায় থাকার কারণে তাতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিনি লিখেন, আমরা এখন যুদ্ধে নেই। নাবিকদের এখন মরার প্রয়োজন নেই। তিনি এ ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় পত্রিকা স্যান ফ্র্যান্সিসকো ক্রনিকলে প্রকাশিত হয়েছে। তার বরখাস্তের সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর