× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা: ভারতে নতুন আক্রান্তের ৬৫ শতাংশই নিজামুদ্দিন ফেরত

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ৩, ২০২০, শুক্রবার, ১১:৫২ পূর্বাহ্ন

দিল্লির নিজামুদ্দিনে অনুষ্ঠিত তাবলীগ জামাতের অনুষ্ঠানে যোগ দেয়া ব্যক্তিদের মধ্যে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এদিন দেশটিতে নতুন করে ৪৮৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯৫ জনই নিজামুদ্দিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
জন হপকিন্স ইউনিভার্সিটি অনুসারে, বৃহস্পতিবারের আক্রান্তসহ ভারতজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫০০ ছাড়িয়েছে। মারা গেছেন মোট ৭২ জন। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৯ জন ও মৃতের সংখ্যা ৫৪ জানিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া অনুসারে, বৃহস্পতিবার দিল্লিতে মোট আক্রান্ত হয়েছেন ১৪১ জন।
এর মধ্যে ১২৯ জনই দিল্লিতে তাবলীগ জামাতের অনুষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন। এছাড়া, তামিল নাডু, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটকের আক্রান্তদের মধ্যে ওই অনুষ্ঠানের অংশগ্রহণকারী রয়েছেন ১৪৩ জন। একইভাবে মধ্যপ্রদেশ, রাজস্থান, আসাম, মনিপুর ও অরুণাচল প্রদেশেও ওই অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর