× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

শাহরুখও এগিয়ে এলেন

বিনোদন

বিনোদন ডেস্ক
৩ এপ্রিল ২০২০, শুক্রবার

করোনা মোকাবেলায় এগিয়ে এসেছে বলিউড। প্রধানমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে ২৫ কোটি টাকার মোটা অনুদান দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। ২৫ হাজার দিন মজুরের দায়িত্ব নিয়েছেন সালমান খান। রজনীকান্ত, প্রভাসসহ একাধিক দক্ষিণী তারকাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশবাসীর প্রতি। এরপরই সোশ্যাল মিডিয়ার একাংশ প্রশ্ন তোলেন বলিউডের বাদশাকে নিয়ে। করোনা মোকাবেলায় শাহরুখের অনুদান কত? কেন তিনি চুপ? অবশেষে শাহরুখ খান এগিয়ে এলেন করোনাভাইরাস মোকাবেলায়। তবে খানিক সময় নিয়ে একটু অন্যভাবে।


দেশের বিভিন্ন অঙ্গরাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের জন্য একাধিক পরিকল্পনা নিয়ে প্রেস বিবৃতি প্রকাশ করেছে তার একাধিক সংগঠন।
শাহরুখ নিজেও ট্যুইট করে জানিয়েছেন করোনা মোকাবলায় কী কী করছে তার সংস্থাগুলি। শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এক বিবৃতিতে কেকেআরের পক্ষ জানানো হয়েছে, চগ ঈধৎব ফান্ডে তারা অনুদান দেবে। এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেবে রেড চিলিজ। কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশন মেডিক্যাল স্টাফদের ৫০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (চচঊ) দেবে।


মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে এই সুরক্ষা সরঞ্জাম দেওয়া হবে। এছাড়াও ‘এক সাথ’ নামের আরকেটি সংস্থার সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন মুম্বইয়ের সাড়ে ৫ হাজার পরিবারকে অন্তত একমাস খাদ্য সরবরাহ করবে। তাছাড়া রোটি ফাউন্ডেশনের সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন ১০ হাজার দুঃস্থ মানুষকে প্রতিদিন খাবার দেবে। এছাড়া দিল্লিতে আরো একটি সংস্থার সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন মুদি ও বিভিন্ন খাদ্য সামগ্রী আড়াই হাজারেরও বেশি দিন মজুর পরিবারকে অন্তত একমাস দেবে।


মীর ফাউন্ডেশন উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তরাখান্ডের ১০০ জন অ্যাসিড আক্রান্তকে মাসিক স্টাইপেন দিয়ে সাহায্য করবে। তাদের প্রাথমিক চাহিদার কথা মাথায় রেখে সাহায্য করা হবে। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে শাহরুখ বলেছেন, আমরা যখন ঘরে সুরক্ষিত, তখন বহু কর্মী আমাদের এই সুরক্ষার জন্য কাজ করছেন। আমাদের এই ছোট্ট প্র্রচেষ্টা তাদের সুরক্ষা ও সুস্বাস্থ্যের জন্য। আলাদা হয়েও একসঙ্গে আমরা এই বাধা কাটিয়ে উঠবোই। এরই সঙ্গে জুড়ে দিয়েছেন করোনা নিয়ে তাদের নানা পরিকল্পনার তালিকা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর