× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

'শুদ্ধি অভিযান শুরু হলো'

বিনোদন

স্টাফ রিপোর্টার
৩ এপ্রিল ২০২০, শুক্রবার

অনেকদিন ধরেই জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর অভিযোগ পাচ্ছিলেন তার পরিচিত কিছু ভক্ত দেশে বিদেশে সাধারণ ভক্তদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে। বিষয়টি নিয়ে শিল্পী গত কয়েকদিন দেশে এবং দেশের বাইরে অনেকের সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন আসিফ। এ বিষয়ে তিনি বলেন, অনেক দিন ধরেই এমন অভিযোগ শুনতে পাচ্ছিলাম। অবশেষে যাদের নাম এসেছে সবাইকে আমি চিনি। যেখানেই যাই এই চেহারাগুলাই দেখতে পাই। সেলফি তুলে ফেসবুকে দেয় আর সহজ সরল ফ্যানরা ভাবে এরা আমার খুব কাছের। এ সুযোগটা নিয়েই সরল ছেলেমেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
সবসময় বলে এসেছি আমি ফ্যান ওরিয়েন্টেড আর্টিস্ট। আমার ফ্যানরা প্রত্যেকেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।

সেলফিবাজ প্রতারক গুলা বিভিন্ন পন্থায় কাজগুলো করে। যেমন আমি যখন জেলে ছিলাম তখন মাদ্রাসায় দোয়া ও এতিম বাচ্চাদের খাবারের নামে টাকা নিয়েছে, কিংবা নিচ্ছে।কেউ গহীনের গান সিনেমার সময় আমার সাথে দেখা করিয়ে দেয়ার নামে টাকা নিয়েছে। কেউ আবার মেয়েদের সাথে আমার নাম ভাঙ্গিয়ে ঐ মেয়ের লাইফে ডিজাস্টার নিয়ে এসেছে। এদের বেশীরভাগের পরিচয় পেয়েছি। শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে রিপোর্ট মেরে চিরতরে ফেসবুক থেকে বিতাড়িত করা হবে। কিছু ক্রাইম এতো বেশী হয়েছে এগুলা আইনের আশ্রয় ছাড়া সমাধান হবে না।

করোনার প্রকোপ কমলেই এদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিবো, তালিকা প্রস্তুত। ভক্তদের উদ্দেশ্য বলতে চাই, আমি না বললে আপনারা আমার কোন টাউট ফ্যানকে টাকা দেবেন না। বিগত বিশ বছরে আমি আমার সামর্থ্য অনুযায়ী সামাজিক কাজ করে গেছি, কারো কাছ থেকে কখনোই একটি টাকা চাইনি, প্রয়োজনও নেই। ফ্যানদের সঙ্গে আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের, তাদের প্রতি আমি দায়িত্বশীল। কোন টাউট বাটপারের জন্য এ সম্পর্ক নষ্ট করতে দেয়া হবে না। আমি আমার ফ্যানদের ভালও বাসি, আবার শাসনও করি অধিকার নিয়ে। শুদ্ধি অভিযান শুরু হলো, সবাই চোখ কান খোলা রেখে সতর্ক থাকুন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর