× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শিবচরে স্বাস্থ্য কর্মীদের পিপিই বিতরন

বাংলারজমিন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
৩ এপ্রিল ২০২০, শুক্রবার

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ টি নির্দেশনা মেনে চলুন। ত্রাণ সামগ্রী বিতরনের ব্যাপারে কোন রকম অনিয়ম মেনে নেয়া হবে না। ত্রাণ নিয়ে কোনো ধরনের রাজনীতি করবেন না। দলমত নির্বিশেষে সকলের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিন। সারাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো কার্যক্রম চোখে পড়ছে না। টেলিভিশন ইন্টারভিউ ছাড়া তাদের কোন কার্যক্রম চোখে পড়ছে না। তারা শুধু ভোটের সময় আসে। আজ শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের কারনে দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুরের শিবচরে পরিদর্শনে এসে চিকিৎসকসহ স্বাস্থ্য খাতে নিয়োজিত কর্মীদের মাঝে পিপিই বিতরন অনুষ্ঠানে চীফ হুইপ এসব কথা বলেন।
ড্রাগ ইন্টারন্যাশনালের সহায়তায় চীফ হুইপ পিপিই দেন হাসপাতালে চিকিৎসক, কমিউনিটি ক্লিনিক, এফডাব্লুওসি,বেসরকারি ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টারের , এ্যাম্বুলেন্স কর্তব্যরতদের,পৌরসভা। হ্যান্ড স্যানিটাইজার স্বাস্থ্যসেবা খাতে নিয়োজিতরা, ওষুধের দোকানের কর্মচারীরা,নিত্যপ্রয়োজনীয় দোকানী, মুদি দোকানীদের মাঝে বিতরন করা হয়। এছাড়া শতাধিক মাস্ক দেয়া হয়। এসময় তিনি প্রতিবন্ধীদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন্।
এরআগে কাঠালবাড়ি ঘাট পার হয়ে এসেই তিনি নির্ধারিত অনুষ্ঠানের যাওয়ার আগেই হঠ্যাৎ করেই কাউকে না কিছু না বলে দ্বিতীয়খন্ড এলাকায় ১০ টাকায় চাল বিতরন কর্মসূচীর ২টি স্থানে যান। এসময় তিনি চাল নিতে আসা দুঃস্থ উপকারভোগীদের কাছ থেকে খোজখবর নেন। তিনি কর্মকর্তাদের ও নেতৃবৃন্দকে কঠোরভাবে করোনা পরিস্থিতির মাঝে সরকারের সকল খাবার সহায়তা ও ত্রান তৎপরতা নজরদারির নির্দেশ দেন। পিপিই বিতরন শেষে তিনি আওয়ামীলীগ কার্যালয়ে বসে দলীয় নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সর্তকতার সাথে মানুষের পাশে থাকার আহ্বান জানান। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীস সভাপতি আঃ লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
চীফ হুইপ প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে আরো বলেন, শিবচরে যাদের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল তাদের মধ্যে একজন মৃত্যুবরণ করেন ও বাকিরা সুস্থ হয়ে ঘরে ফিরছেন।ঝুঁকি নিয়ে খাদ্য, ঔষধ বিতরণ এবং করোনা ভাইরাস প্রতিরোধে সাহসী করার জন্য শিবচরের প্রশাসন, ডাক্তার, পৌরসভা,স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশসহ শিবচর বাসিকে ধন্যবাদ জানাচ্ছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর