× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘কোনো গুজবে কান দিবেন না’

বিনোদন

স্টাফ রিপোর্টার
৩ এপ্রিল ২০২০, শুক্রবার

করোনাভাইরাসের থাবায় সারা বিশ্বে এখন টালমাটাল অবস্থা। প্রতিদিনই বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আজ শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়াতে ৫৩৫০ জনের শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ২৮ জনের। দেশটিতে অনেক বাংলাদেশির বসবাস। অস্ট্রেলিয়ার সিডনিতে ছেলে ও ভাইবোনের সঙ্গে থাকেন বাংলাদেশি চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূর। গেল দুই দিন ধরে ফেসবুকে কে বা কারা ছড়িয়েছে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শাবনূর।


তবে দেশীয় গণমাধ্যমের কাছে বিষয়টি গুজব বলে দাবি করেন এই অভিনেত্রী।
তিনি বলেন, এটি সম্পূর্ণ গুজব। এখন এসব গুজব ছড়ানোর সময় নয়। নিশ্চিত না হয়ে কারো অসুস্থতার খবরই জানানো উচিত নয়। আমি সবাইকে বলবো, কোনো গুজবে কান দিবেন না। এখন সবার জন্য সবার দোয়া করার সময়। কতক্ষণ ভালো থাকা যাবে তা জানি না, তবে আমি এবং আমার পরিবারের সবাই এখন পর্যন্ত ভালো আছি। গৃহবন্দি হয়ে আছি। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছি না। এক সপ্তাহের বাজার একবারে করে নিয়ে আসছি। এখানে আমার অনেক আত্মীয় থাকেন।


নিজেদের লোকজন ছাড়া কেউ কারো বাড়িতে যাচ্ছি না। তবুও ভয়ে আছি। কারণ অস্ট্রেলিয়ায় দিন দিন করোনার সংক্রমণ বাড়ছেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী আরো বলেন, দেশের জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। অস্ট্রেলিয়া এত উন্নত দেশ, এত ভাল চিকিৎসা এখানে। কেউ একটু অসুস্থ হলে এম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে যাচ্ছে। উন্নত চিকিৎসা দিচ্ছে। তবু আতঙ্ক চারদিকে। অথচ আমাদের দেশে এত এত সংকটের মধ্যেও লোকজন খামখেয়ালি করছে করোনা নিয়ে। টিভিতে দেশের খবর দেখলেই মন খারাপ হচ্ছে। ভয় লাগছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর