× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ছবি আঁকার কাজটিই বেশি করছি’

বিনোদন

স্টাফ রিপোর্টার
৪ এপ্রিল ২০২০, শনিবার

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবার মতো ঘরেই সময় কাটাচ্ছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী প্রসূূন আজাদ। তবে এই অবসর সময়ে নিজেকে ব্যস্ত রেখেছেন বেশ কিছু কাজে। এসবের মধ্যে নিয়মিত ছবি আঁকছেন বলে জানান। তিনি বলেন, এই সময়টাতে বাসায় থেকে ছবি আঁকার কাজটিই বেশি করছি। ছোটবেলা থেকেই আঁকাআঁকি করি। তাই এখন এই অবসর সময়টা বেশিরভাগ ছবি এঁকেই পার করছি। একইসঙ্গে নিজের পছন্দের কিছু ফিল্ম দেখছি, বই পড়ছি। এছাড়া ঘরের কাজ তো করছিই।


এই পর্দাকন্যা আরো বলেন, আমি আগে থেকেই বাসায় থাকতে পছন্দ করতাম। কাজ ছাড়া বাইরে আমার যাওয়া হয় না। ফলে করোনার এই সময়ে ঘরে থাকতে আমার সমস্যা হচ্ছে না। আমাদের সবাইকে এই সময়ে সচেতন থাকতে হবে। পৃথিবীজুড়ে প্রতিদিন করোনায় আক্রান্তের ও মৃতের সংখ্যা বাড়ছেই। আমাদের সবার সচেতনতায় আমরা এ ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, সবাইকে ঘরে থাকতে হবে। আর ঘরে থেকে যে যে নিয়মগুলো পালন করতে বলা হয়েছে সেসব ঠিকভাবে করতে হবে।

এদিকে এই অভিনেত্রীর তিনটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। এগুলো হলো নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, রাশিদ পলাশের ‘পদ্মাপূরান’ ও নিশিথ সূর্যের ‘পায়রার চিঠি’। প্রতিটি সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলে জানান। ২০১৪ সালে শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ ছবির মধ্য দিয়ে প্রসূূনের চলচ্চিত্রে অভিষেক হয়। পরবর্তীতে তিনি ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ শীর্ষক ছবিতে অভিনয় করে বেশ প্রশংশিত হন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর