× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

মনোহরদীতে ২৬০০ পরিবারের মাঝে মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

বাংলারজমিন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
৪ এপ্রিল ২০২০, শনিবার

করোনা আতঙ্কে কাঁপছে সারা দুনিয়া। করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব রোধ করার লক্ষে দেশব্যাপী চলমান লকডাউন পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে দেশ। বন্ধ হয়েছে সরকারি-বেসরকারি অফিস। রাস্তাঘাটে নেই মানুষজন। এমন অবস্থায় জীবন ও জীবিকা নিয়ে অসহায় দিন পার করছেন খেটে খাওয়া দিন মজুরেরা। এ সব দরিদ্র, অসহায়, দুস্থ্য, দিনমজুর, শ্রমিক শ্রেণির মানুষ কর্মহীন হয়ে পড়ায় জীবন-জীবিকা নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা।
এমতাবস্থায় এ সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন মনোহরদীর পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন । তিনি পৌর এলাকার ওই সব দুস্থ-অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে দিন-রাত নিরলসভাবে পরিশ্রম করে নিজস্ব অর্থায়নে ২৬০০টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর পাশাপাশি ব্যাক্তিগত ভাবেও তিনি নগদ অর্থ প্রদান করেছেন। এ ছাড়ার প্রতিদিন পৌরসভার হাটবাজারসহ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মাইকিং করে লোকজনকে করোনাভাইরাস রোধে জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৬০০টি পরিবারের প্রত্যেককে ৪ কেজি চাল, এক কেজি ডাল, এক ডজন ডিম ও একটি সাবান বিতরণ করেন তিনি। খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের সময় পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন বলেন, জাতির এই দুর্যোগময় সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরে ঘরে গিয়ে অসহায়-দুস্থদের মাঝে এ সব খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রম চলমান থাকবে। পৌরবাসিকে ঘরে থাকতে অনুরোধ করছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর