× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

'মেম্বর, চেয়ারম্যানরা  তো দ্যায় না'

বাংলারজমিন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
৪ এপ্রিল ২০২০, শনিবার

ও স্যার আমমেরা কী মোর পাইননে ত্রাণ লইয়া আইছেন?মোরে তো কেউ কিছু দিলো না। কী বোলে ব্যারাম আইছে? সবারে ঘরে মধ্যে আটকা রইতে কইছে। ঘরের মধ্যে কী খামু?  ক্যাডা দিবে খাওন? মোগো গ্রামের মেম্বর, চেয়ারম্যানরা একবার আইলো না। হ্যারা মোরে কিছু দ্যায় নায়।শনিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় খাদ্য সামগ্রী পেয়ে এমনই কথা বলেন মহিষকাটা গ্রামের মৃত সৈয়দ আকনের স্ত্রী শতবর্ষী বয়সের সোনাবানু।এছাড়াও  করোনার কারনে যে সব শ্রীমজীবি, রিক্সচালক, চায়ের দোকানদারের ঘরের বাইরে বাহির হতে পারেন না উপজেলা প্রশাসনের উদ্যোগে   তাদের বাড়িতে বাড়িতে যেয়ে খাদ্য সামগ্রী (চাল,ডাল, আলু,পিয়াজ, লবন, সাবান ও তৈলসল নিত্য প্রয়োজনীয় পন্য) পৌছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন - উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানাউল্লাহ মোর্শেদ, কৃষি অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন প্রমুখ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর