× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চীনে করোনায় অর্ধলক্ষ মানুষের মৃত্যুর দাবি মার্কিন গণমাধ্যমের

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ৪, ২০২০, শনিবার, ৪:৩৪ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে চীনে প্রায় অর্ধলক্ষ মানুষ মারা গেছে বলে দাবি করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। গণমাধ্যমটির দাবি, চীন সরকার করোনায় মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ওই দাবি করে ওয়াশিংটন পোস্ট।

এতে চীনের একটি ম্যাগাজিনের প্রতিবেদনকে উদ্ধৃত করা হয়। সেখান থেকেই এমন সংখ্যা সম্পর্কে ধারণা করেছে ওয়াশিংটন পোস্ট। ক্যাক্সিন নামের ওই ম্যাগাজিনে দাবি করা হয়েছিল যে, উহানে নাকি হানকাউ নামের কোনো একটি শ্মশানে প্রতিদিন ১৯ ঘন্টা করে মরদেহ পোড়ানো হত। দুইদিনেই সেখানে ৫ হাজারের বেশি মরদেহ পোড়ানো হয় বলেও দাবি করে ক্যাক্সিন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি দিয়েও ওই দাবি প্রমাণের চেষ্টা করেছে ম্যাগাজিনটি।
এর ভিত্তিতে তারা দাবি করে, উহানে প্রতিদিন মরদেহের ছাই ভরা ৩ হাজার ৫০০ কলস ফিরে আসতো প্রতিদিন। এতে হিসেব করে দেখা যায় মোট ৪২ হাজার মানুষকে পোড়ানো হয়েছে সেখানে। এই সংখ্যা চীনের দেয়া মৃতের সংখ্যার ১৬ গুন।

স্থানীয়দের মতামতও জানার চেষ্টা করে ওয়াশিংটন পোস্ট। স্থানীয় অনেকে গণমাধ্যমটিকে জানিয়েছে, সরকার যে তথ্য দিচ্ছে তা সত্যি নয়। কারণ শ্মশানের চুল্লিগুলো দিনরাত কাজ করেছে। তার মানে নিশ্চই আরো মানুষ প্রাণ হারিয়েছিল!

মার্কিন এ গণমাধ্যমের পূর্বে দেশটির গোয়েন্দা সংস্থাও একই অভিযোগ এনেছিল চীনের বিরুদ্ধে। তবে চীন বরাবরই এ দাবি অস্বীকার করে আসছে। চীনকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের এমন কাজকর্মকে লজ্জাজনক বলেও আখ্যায়িত করেছে বেইজিং।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর