× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

২০ দিন পর সিয়াম-পরী

বিনোদন

স্টাফ রিপোর্টার
৪ এপ্রিল ২০২০, শনিবার

টানা ২০ দিন লঞ্চে করে জলে কাটানোর পর অবশেষে ঢাকায় ফিরছেন সিয়াম-পরীমনি ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের টিমের ১২০ জন সদস্য। নভেল করোনাভাইরাসের কারণে গণ ও নৌপরিবহন চলাচল বন্ধ হয়ে  গেলে সুন্দরবনে শুটিংয়ে ব্যস্ত থাকা এ ইউনিট বিপাকে পড়েছিল। ২৬ মার্চ শুটিং বন্ধ করে ঢাকায় রওনা দিলে খুলনায় আটকে দেওয়া হয় তাদের। স্থানীয় প্রশাসন থামিয়ে দেয় শিল্পীদের বহনকারী লঞ্চটি। এরপর টানা সপ্তাহখানেক ভাসমান অবস্থায় ছিলেন তারা। পরিচালক আবু রায়হান বলেন, আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গতকাল (৩ এপ্রিল) রাত ১১টায় লঞ্চ ছেড়েছি। ঢাকায় পৌঁছাবো আগামীকাল সকাল নাগাদ। কোথাও না থেমে আমরা  সোজা চলে আসছি।
পরীমনিসহ সিনিয়র শিল্পীদের উদ্যোগে এই ফেরা সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, লঞ্চ  থেকে নেমে আমরা যে যার বাসায় চলে যাবো। এমনিতেই ২০ দিন লঞ্চে ছিলাম। লাগলে আরও ১৪ দিন বাসায় থাকবো। সমস্যা নেই। আমরা ফিরতে পারছি এটাই বড় বিষয়।’ ১৪ মার্চ ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যাওয়া ভাড়া করা এই শুটিং লঞ্চে শিল্পী ও কলাকুশলীরা ছাড়া আছে একঝাঁক শিশু। লক্ষ্য ছিল টানা ২৫ দিনের শুটিং-ট্যুর শেষ করে ঢাকায় ফিরবে লঞ্চটি। পরিচালকের পরিকল্পনা ছিল, শতভাগ কাজ শেষ করেই ঢাকায় ফেরার। তবে তা হয়নি। এরমধ্যে ছবিটির ৬০ ভাগ শুটিং শেষ করেছেন। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর