× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সিঙ্গাপুরে একদিনে ২৫ বাংলাদেশি করোনা আক্রান্ত

করোনা আপডেট

কূটনৈতিক রিপোর্টার
৪ এপ্রিল ২০২০, শনিবার

সিঙ্গাপুরে আজ বাংলাদেশিদের দু:খের দিন। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে নতুন করে ৭৫ জন করোনা বা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক তৃতীয়াংশ অর্থাত ২৫জনই বাংলাদেশি! প্রবাসী সাংবাদিক আবদুর রহিম বিপ্লবের মতে, এক দিনের সর্বোচ্চ বাংলাদেশি আক্রান্তের ঘটনা এটাই প্রথম। তিনি জানান, কোভিড-১৯ শনাক্ত হওয়া বাংলাদেশিদের অধিকাংশই সিঙ্গাপুরের অভিবাসী শ্রমিকদের জন্য নির্ধারিত বিভিন্ন ডরমেটরি গুলোতে অবস্থানকারী। আর এতেই সর্বমোট (এ পর্যন্ত) ৭৩ জন বাংলাদেশি করোনা ভাইরাস আক্রান্ত হলেন। ধীরে ধীরে পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে মন্তব্য করে ফ্রিল্যান্স জার্নালিস্ট বিপ্লব বলেন, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সিঙ্গাপুর সরকার ইতিমধ্যে আগামী ৭ই এপ্রিল থেকে ৪ ই মে পর্যন্ত জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বাদে সকল শিক্ষাপ্রতিষ্ঠান,শিল্প কলকারখানা, কনস্ট্রাকশন সাইটগুলো  বন্ধ ঘোষণা করেছেন।
সরকারি নির্দেশনা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে অনেক ডরমিটরিতে কর্তৃপক্ষ শনিবার রাত থেকেই লকডাউন কার্যক্রম শুরু করেছে এবং অভিবাসীদের থাকার ডরমেটরি গুলোতে এর বিস্তার রোধ করার জন্য মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার, মিনিস্ট্রি অফ হেলথ, এবং ডরমেটরি কর্তৃপক্ষ একসাথে কাজ করে যাচ্ছে।

আক্রান্ত ডরমেটরিগুলো হলো-
১.S11 Dormatory punggol,  আজকে নতুন করে ১৭ জনসহ সর্বমোট ৪১ জন আক্রান্ত হয়েছেন।
২. Westlite ডরমেটরি Toh Guan রোড। আজকে একজনসহ সর্বমোট ১৮ জন আক্রান্ত হয়েছেন।
৩.Toh guan dormatory, নতুন করে একজন সহ সর্বমোট ৪ জন আক্রান্ত হয়েছেন।
৪.MRT কনস্ট্রাকশন সাইডে আজকে তিনজনসহ মোট নয় জন আক্রান্ত হয়েছেন।
৫.সোনাইডাঙ্গা লজ (Sungei Tengoh Lodge,old Choa Choa Kang ) আজকে একজনসহ সর্বমোট ৪ জন আক্রান্ত হয়েছে।
৬.Keppel shipyard, আজকে দুইজন সহ সর্বমোট ৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য ডরমেটরি গুলোতে  বাংলাদেশীর আক্রান্ত খবর পাওয়া যাচ্ছে।
জানা যায়, বাঙালি অধ্যুষিত মোস্তফা সেন্টারে আজকে নতুন করে চারজনসহ সর্বমোট ১৯ জন আক্রান্ত হয়েছেন। যদিও মার্কেট কর্তৃপক্ষ গতকাল থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে।
উল্লেখ্য, সিঙ্গাপুরে দেশটিতে এ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত  ১১৭৯ জন। এর মধ্যে ২৯৭ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৬ জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর