× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শেবাচিমের করোনা ওয়ার্ডে বাড়ছে রোগী

করোনা আপডেট

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে
৫ এপ্রিল ২০২০, রবিবার

শ‌নিবার সকাল থে‌কে থে‌কে বিকা‌লে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে সন্দেহজনকভাবে নতুন সাতজন রোগী ভর্তি করা হয়েছে।

এ নিয়ে বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা সন্দেহে ১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে একজন ভর্তি হয়েছে শুক্রবার দিবাগত রাতে।

নতুন যারা ভর্তি হয়েছে তাদের সকলের মধ্যেই কোভিড করোনাভাইরাসের উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য রোববার আইইডিসিআর-এ পাঠানো হবে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন।

জ্বর, গলা ব্যাথা ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীরা হলেন- বরগুনার পাথরঘাটার কালিবাড়ী গ্রামের মনির খাঁ (১৯), পটুয়খালীর মির্জাগঞ্জের দোকলাখালী গ্রামের রুনু বেগম (৪০), ভোলা সদরের চন্দ্রপ্রসাদ গ্রামের নূরুল ইসলাম (৬৫), পিরোজপুরের নেছারাবাদ সোহাগদল গ্রামের মো. হানিফ (৬০), মঠবাড়িয়ার বাদুরতলা গ্রামের স্কুল ছাত্র মো. মুসা (১৪), বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডস্থ রূপাতলী এলাকার স্কুল ছাত্রী ফাতেমা বেগম স্বর্ণা (১৩) ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের পলাশ শীল (১৪)।শেবাচিম হাসপাতালের পরিচালক বলেন, ‘পরীক্ষার ব্যবস্থা না থাকায় নতুন আটজন রোগীকে সন্দেহজনকভাবে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হবে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর