× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পেপ গার্দিওলার মা

খেলা

স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২০, সোমবার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার মা দোলরস সালা কারিও। বার্সেলোনার মানরেসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়সী হয়েছিল ৮২ বছর।

এক টুইট বার্তায় গার্দিওলার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটি লিখেছে, ‘গার্দিওলার মায়ের মৃত্যুর খবরে ম্যান সিটি গভীরভাবে শোকাহত। ক্লাব সংশ্লিষ্ট সবাই গার্দিওলা ও তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে।’ ম্যানচেস্টার সিটির নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডও দুঃখপ্রকাশ করেছে গার্দিওলার মায়ের মৃত্যুতে।

বার্সেলোনার কোচ হিসেবে দু’বার চ্যাম্পিয়ন্স লীগ জেতা গার্দিওলা গরীব পরিবার থেকে উঠে এসেছেন ফুটবল অঙ্গনে। স্পেনের সাবেক এই ডিফেন্ডিভ মিডফিল্ডারের বাবা ভেলেন্তি পেশায় ছিলেন রাজমিস্ত্রী। মা দোলরস সালা বিপণনকর্মীর কাজ করতেন। চার ভাইবোনের মধ্যে গার্দিওলা তৃতীয়।
পরবর্তীতে গার্দিওলা অনেক টাকা পয়সার মালিক হলেও তার মা কাতালোনিয়ার সেন্টপিডর গ্রামেই বসবাস করে আসছিলেন। এখানে শৈশব কাটিয়েছেন গার্দিওলা।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে স্পেনে। শেষ আপডেট অনুযায়ী স্পেনে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৩২ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৫৫ জন। আর বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর