× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা মোকাবিলায় ভারতে এমপিদের ৩০ শতাংশ বেতন ছাঁটাই

ভারত

কলকাতা প্রতিনিধি:
(৪ বছর আগে) এপ্রিল ৬, ২০২০, সোমবার, ১১:৩৬ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামো খাতে প্রচুর অর্থের প্রয়োজন। আর এই প্রয়োজন মেটাতে মোদী সরকার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতে রাজ্যসভা এবং লোকসভার এমপিদের ৩০ শতাংশ বেতন ছাঁটাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদেরও বেতন ৩০ শতাংশ ছাঁটাই করা হয়েছে। ১ এপ্রিল থেকে আগামী এক বছরের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিযেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এ ব্যাপারে একটি অর্ডিন্যান্স জারি করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সাংসদদের ভাতা ও পেনশনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, দেশটির রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালরাও আগামী এক বছরের জন্য ৩০ শতাংশ বেতন নেবেন না বলে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন।
বেতনের কেটে নেয়া ৩০ শতাংশ অর্থ একটি কনসোলিডেটেড ফান্ডে জমা হবে। সেই টাকা খরচ হবে করোনাভাইরাসের মোকাবিলায়। পাশাপাশি করোনার মোকাবিলায় সাংসদ উন্নয়ন তহবিলের দুই বছরের অর্থ কনসোলিডেটেড ফান্ডে জমা পড়বে। প্রতিবছর প্রতিটি সাংসদ নিজের এলাকা উন্নয়নের জন্য ১০ কোটি রুপি করে পান। ফলে দুই বছরের জন্য মোট ৭৯০০ কোটি রুপি করোনা ভাইরাস মোকাবিলার কাজে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

.
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর