× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

রাতের আঁধারে ঢাকা থেকে পালিয়ে গ্রামে, বাড়ি লকডাউন

অনলাইন

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
(৪ বছর আগে) এপ্রিল ৭, ২০২০, মঙ্গলবার, ৭:০৬ পূর্বাহ্ন

রাতের আধাঁরে ঢাকা থেকে পালিয়ে টাঙ্গাইলের বাসাইলে গ্রামের বাড়িতে আসা ৮ সদস্যের দুই পরিবারের একটি বাড়িকে লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুননাহার স্বপ্না বাড়িটি লকডাউন ঘোষণা করেন। পরিবারের গৃহকর্তা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আতিকুর রহমান লতিফ (৪৪) উপজেলার ফুলকী ইউপি’র বালিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।  
জানাযায়, আতিকুর রহমান লতিফ এবং তার ভায়রা ওসমান আলী দীর্ঘদিন যাবত রাজধানী ঢাকার দক্ষিনখান এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদের বাসাসহ ওই এলাকা লকডাউন করে দেন স্থানীয় প্রশাসন। লতিফ এবং তার ভায়রা লকডাউন অমান্য করে গতকাল সোমবার রাতের আধারে এ্ম্বুলেন্স ভাড়া করে তার গ্রামের বাড়িতে এসে আশ্রয় নেয়। বিষয়টি স্থানীয়রা উপজেলা প্রাসশনকে জানালে আজ বিকেলে বাড়িটি লকডাউন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামসুন্নাহার স্বপ্না জানান, আমরা জানতে পেরেছি তারা দুটো পরিবার ঢাকার লকডাউন হওয়া এলাকা থেকে এসেছে। তাই ওই পরিবার দুটোকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে ।
এসময়ে পরিবার দুটোর খাবার, ওষুধ এবং জরুরী প্রয়োজনে ইউপি চেয়ারম্যানকে জানাতে বলা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর