× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফোন করলেই ত্রাণ নিয়ে হাজির নবাবগঞ্জের ইউএনও

বাংলারজমিন

নবাবগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি
৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার

সারা দেশে করোনা ভাইরাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ, অভাব-অনটন। এর থেকে নবাবগঞ্জবাসীকে রক্ষা করতে সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু। মোবাইল ফোনকল পেলেই পাড়া মহল্লায় ত্রাণ নিয়ে ছুটে যান ওই কর্মকর্তা। শনিবার সকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত মোবাইল ফোনের কললিস্ট এবং ফেসবুকের কমেন্ট বক্সেও সূত্রধরে ৬১৩টি পরিবার সরকারী বিভিন্ন সুবিধা বঞ্চিত অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। সরেজমিন দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউএনও সালাউদ্দিন তার নিজস্ব গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। দিনের বেলায় যতক্ষণ অফিস থাকেন, ওই সময় কখনও করোনাসংক্রান্ত সচেতনতামূলক মিটিং, কখনও অফিসে আগত অসহায় মানুষকে ত্রাণ বিতরণ, আবার কখনও কখনও রাস্তায় টহলে ব্যস্ত থাকতেন ওই ইউএনও।
ইউএনও এইচ এম সালাউদ্দিন মনজু তার নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বলেন, প্রিয় নবাবগঞ্জবাসী ‘আপনাদের সম্মানের প্রতি আমরা শ্রদ্ধাশীল।আপনারা অবগত আছেন  বাংলাদেশ সরকারের নিদের্শনা মোতাবেক সরকারী বরাদ্দ এবং স্থানীয় সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান  এমপি মহোদয়ের সহযোগিতায় করোনার কারণে  বর্তমান করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতিতে আপনি কর্মহীন হয়ে পড়েছেন।  মানুষের ঘরে ঘরে উপজেলা প্রশাসন খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি । আপনার জানামতে বিভিন্ন ক্যাটাগরির এমন কোন ব্যক্তি যদি থাকেন যার ঘরে খাবার নাই কিংবা তারা কাহার নিকট বলতে পারছেন না, সহায়তা নিতে বিব্রতবোধ করছেন  তাদের নাম ঠিকানা মোবাইল নম্বর  অনুগ্রহ করে ইউএনও তার নিজস্ব ফেসবুক আইডি কমেন্টবক্স কিংবা ০১৯১৩৭৪৬৪১৯,০১৫১৫২১৫৩৫০ ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছি।

পরিচয় গোপন রেখে প্রধানমন্ত্রীর সহায়তা আপনার বাসায় পৌঁছে দেব।’ গত ৪দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে ৬১৩ পরিবার অসহায়, কর্মহীন পরিবারের মাঝে নিজে ত্রাণ পৌঁছে দেন ইউএনও। এভাবে গত চার দিনে ৬১৩ পরিবারের মাঝে তিনি নিজেই ত্রাণসামগ্রী পৌঁছে দিয়ে অসহায় পরিবারে মাঝে হাসি ফুটিয়েছেন। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি সহায়তায় উপজেলার ১৫ হাজারের অধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন । বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা গ্রামের  মৃত বাদশা মিয়ার বিধবা স্ত্রী সুফিয়া বেগম(৬০) , নরেশ মাঝি ( ৬৫), হাড়ীকান্দা গ্রামের  আনোর আলীর স্ত্রী ডালিয়া (৪৫) বলেন,  আমার  এক আত্মীয়ের মাধ্যমে  ইউএনও তার নিজস্ব ফেসবুক আইডিতে  নাম, ঠিকানা দেওয়ার ১ দিন পরে ত্রান সামগ্রী নিয়ে হাজির । এমন দৃশ্য দেখে আনন্দে কান্না চলে আসলো । একজন সরকারি কর্মকর্তার এমন মানবিকতা দেখে আমাদের চোখে পানি এসে যায়। ত্রাণ পেয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান  এবং ইউএনও  এইচ এম সালাউদ্দিন মনজু  জন্যে বিশেষ দোয়া করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর