× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সামাজিক দূরত্ব না মানায় সিডনিতে ২ পুলিশ কর্মকর্তাকে জরিমানা

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৪ বছর আগে) এপ্রিল ৮, ২০২০, বুধবার, ১১:০০ পূর্বাহ্ন

করোনা ভাইরাস মহামারির সময়ে সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় জরিমানা গুনতে হয়েছে অস্ট্রেলিয়ার দুই পুলিশ কর্মকর্তাকে। ঘটনা দেশটির প্রধানতম শহর সিডনির। সেখানে অফ-ডিউটিতে থাকা ওই পুলিশ কর্মকর্তারা সামাজিক দূরত্ব না মেনে একটি পার্টিতে অংশ নেন। শাস্তিস্বরূপ তাদেরকে গুনতে হয়েছে ১০০০ ডলার জরিমানা। শনিবার রাত সাড়ে ৮টায় ২৭ বছর বয়সি এক সিনিয়র নারী কনস্টেবলকে মদ্যপ অবস্থায় পায় পুলিশ। তার সঙ্গে ছিলেন ৩১ বছর বয়সি আরেক ব্যক্তি। পড়ে তদন্তে বেরিয়ে আসে দুজনই নিকটস্থ এক এপার্টমেন্টে পার্টি করছিলেন। তাদেরকে ওখান থেকেই আটক করে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাত ২ টার সময় ছেড়ে দেয় পুলিশ। পুলিশ তদন্তে আরো বেরিয়ে আসে ওই পার্টিতে ২৭ বছর বয়সি আরেক সিনিয়র কনস্টেবলও উপস্থিত ছিলেন। তিনি পার্শবর্তী ফেয়ারফিল্ড সিটি পুলিশ এরিয়ার সদস্য। দুই পুলিশ সদস্যসহ মোট ৫ জন নারী ও পুরুষ ওই পার্টিতে ছিলেন। তাদের সবাইকে সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় ১০০০ ডলার করে জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৯৫৬ জন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৪৫ জন। সুস্থ হয়েছেন প্রায় তিন হাজার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর