× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

৫৯ সেঞ্চুরির জন্য গাভাস্কার দিলেন ৫৯ লাখ রুপি

খেলা

স্পোর্টস ডেস্ক
৮ এপ্রিল ২০২০, বুধবার

ভারতের ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয় আর জাতীয় দল মিলিয়ে ৫৯টি সেঞ্চুরি করেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। প্রতিটি সেঞ্চুরির জন্য এক লাখ রুপি করে মোট ৫৯ লাখ রুপি তিনি দান করলেন করোনা তহবিলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রোহান। এর মধ্যে ৩৫ লাখ প্রধানমন্ত্রীর তহবিলে। বাকি ২৪ লাখ জমা হয়েছে মহারাষ্ট্র চিফ মিনিস্টারের তহবিলে। এক টুইট বার্তায় রোহান বলেছেন, ‘রাষ্ট্রীয় ফান্ডে ৩৫ দেয়ার কারণ তিনি জাতীয় দলের হয়ে ৩৫টি সেঞ্চুরি করেছেন। আর মুম্বাইয়ের হয়ে তার ২৪ সেঞ্চুরির জন্য রাজ্য তহবিলে দিয়েছেন ২৪ লাখ।’
করোনা তহবিলে গাভাস্কারের আগে বড় অঙ্কের অনুদান দিয়েছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সুরেশ রায়না, অনীল কুম্বলেসহ আরো অনেকে। শচীন ৫০ লাখ, রায়না ৫২ লাখ, রোহিত শর্মা বিভিন্ন মাধ্যমে ৮৪ লাখ রুপি দিয়েছেন।
এছাড়া ভারতের নারী ক্রিকেটাররাও যার যার সাধ্যমত চেষ্টা করেছেন। আর্থিক সহায়তা দেয়া হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকেও।
শেষ খবর পাওয়া পর্যন্ত করোনা মহামারিতে সারাবিশ্বে ১৪ লাখ ৩৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ হাজার ১৩৬ জন। আর ভারতে ৫৩৬০ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। যাদের মধ্যে ১৬৪ জন মারা গেছেন।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর