× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

উখিয়ায় স্বেচ্ছায় লকডাউন

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
৮ এপ্রিল ২০২০, বুধবার

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপে সচেতনতার পথে জনসাধারণ। তারই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়ার বিভিন্ন গ্রামের লোকজনও সচেতনতা অবলম্বন করতে শুরু করেছে। প্রথমদিকে গ্রামাঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে তেমন অবগত ছিলেন না লোকজন। সরকারি নির্দেশে সেনাবাহিনীর নিয়মিত টহল ও পুলিশের আপ্রাণ চেষ্টার ফলে বর্তমানে সচেতনতার পথে গ্রামাঞ্চলের জনসাধারণ।

সরেজমিন দেখা যায়, উখিয়ার হলদিয়াপালংয়ের রুমখাঁ কোলালপাড়া গ্রামের প্রবেশমুখে লকডাউন করে দেওয়া হয়েছে। এবং উক্ত গ্রামে জনসমাগম বন্ধেও জনসাধারণের প্রতি বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন স্থানীয় সচেতন নেতৃবৃন্দ। বহিরাগত লোকজনের প্রবেশের উপর সতর্কতা করে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়া উখিয়ার ঘিলাতলী, মালভিটা পাড়া সহ বিভিন্ন এলাকা ইতিমধ্যে লকডাউন করেছে স্থানীয় জনসাধারণ। মূলত করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনচলাচলে সচেতনতা সৃষ্টি করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর