× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে বাঙালি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলারজমিন

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে
৮ এপ্রিল ২০২০, বুধবার

করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন ঘোষণা করা হয়েছে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। বুধবার (০৮ এপ্রিল) থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত বাংলাদেশী শ্রমিকদের কেন্দ্রের ভিতরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পায়রা তাপ বিদুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এতে করে প্রায় ১হাজার ৩শ শ্রমিক আজ থেকে কর্মহীন হয়ে পড়েছে।
মঙ্গলবার সন্ধায় বাংলাদেশী শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার পর বিসিপিসিএলের কর্মকর্তারা এ ঘোষণা দেন। পায়রা তাপ বিদুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানান, কেন্দ্রে প্রায় ১৩’শ বিদেশী শ্রমিক কর্মরত রয়েছেন এছাড়া বিদ্যুৎ উৎপাদনে দৈনন্দিন কাজে যেসব দেশী শ্রমিকদের প্রয়োজন এমন ৪’শ শ্রমিক,  ৫’শ নিরাপত্তা কর্মী, ১’শ কর্মকর্তা কর্মচারী এবং অবকাঠামো উন্নয়ন কাজের ৩’শ শ্রমিককে কেন্দ্রের ভেতরে রেখে প্রকল্প এলাকা লকডাউন করা হয়েছে। শুধুমাত্র বাহির থেকে নেয়া  ১৩০০ শ্রমিকের প্লান্টে প্রবেশ বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই এসব শ্রমিকদের কাজে ফিরিয়ে নেয়া হবে।

বাংলাদেশী শ্রমিকদের ভিতরে কাজের জন্য প্রবেশাধিকার বন্ধ থাকলেও কেন্দ্র থেকে জাতীয় গ্রীডে বিদুৎ সরবরাহ ব্যবস্থাসহ অভ্যন্তরীণ অপারেশনাল কার্যক্রম চলবে। প্রতিদিন এ কেন্দ্র থেকে ৪৫০-৫০০ মেগাওয়াট বিদুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হয়ে থাকে।’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর