× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

নবাবগঞ্জের অলিগলিতে মানুষের আনাগোনা বাড়ছে

অনলাইন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
(৪ বছর আগে) এপ্রিল ৮, ২০২০, বুধবার, ৯:৫৬ পূর্বাহ্ন

ঢাকার নবাবগঞ্জে করোনা ভাইরাসের এই দুর্যোগেও সামাজিক বিচ্ছিন্নতা না মেনে ইচ্ছে মতো চলাফেরা করছেন এলাকাবাসী। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে সরকারিভাবে এবং বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হলেও তা অনেকটাই উপেক্ষিত এই উপজেলায়। রাস্তার মোড়ে মোড়ে, অলিতে গলিতে শত শত মানুষ প্রতিদিনই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এ ছাড়া বেশির ভাগ বাজারেই বিকালে অনেক লোক সমাগম হয়। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক বিচ্ছিন্নতা এবং করোনা ভাইরাস আসলে কী তারা এর কিছুই অনেকেই জানেন না। শুধু শুনেছেন বার বার হাত ধুতে হবে।
এই পরিস্থিতিতে আইন শৃংখলা বাহিনীদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু , নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান , মেম্বার, স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা সার্বক্ষনিক পাশে আছেন বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিরা । তবু ঠেকানো যাচ্ছেনা ঘরে রাখা। বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে আশংকার কথা প্রচার করলেও কর্নপাত করছেনা ফলে নিজেরাই ঝুকি ডেকে আনছেন।
নিজের মধ্যে গনসচেতনা সৃষ্টি না হলে এদেরকে আইন প্রয়োগ করার বিকল্প নাই । নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু জানান, মানুষ আমাদের ভোট দিয়ে পাস করিয়েছে। এখন মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ এসেছে। আমরা এই মহাবিপদে খাদ্যসামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। নবাবগঞ্জবাসীকে অনুরোধ করছি আপনারা ঘরে থাকুন। পরিবার ও নিজের শরীরের যত্ন নিন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু বলেন,আপনি যদি অভাবী হোন আমাদের উপজেলার ৪ জনের ফোন নাম্বার (মনির-০১৯১৩৭৪৬৪১৯, সাইফুল-০১৫১৫২১৫৩৫০, রেজাউল-০১৮১৫৯৮২২৩৩, মামুন-০১৭৫৮৭৮১৯১০) ইতোমধ্যে আপনাদের কাছে রয়েছে। আপনাদের সমস্যার কথা আমাদের জানান। দেখবেন কারো না কারো মাধ্যমে আপনার ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে যাবে। সেই সঙ্গে সমাজের বিত্তশালীদের দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। তিনি আরো বলেন, আমরা সরকারের প্রতিটি নির্দেশনা মেনে কাজ করছি। ইতোমধ্যে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে শুধু ওষুধের দোকান ছাড়া বেলা ২টার পর থেকে সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বলেন, নেতাকর্মীদের সাথে নিয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি আমরা রাস্তায় অহেতুক বিনা প্রয়োজনে ঘুরাঘুরি না করে, বিনা প্রয়োজনে রিক্সা, অটো, হুন্ডা না চালায় তার জন্য আমরা সারা দিন গনসচেতনার জন্য কাজ করছি। মানুষ এই ভয়াবহ ঝুকি থেকে রক্ষা পায় , সচেতন হয় ।
 নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল,উপজেলার ১৪টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পুলিশের টহল রয়েছে । তারপরও মানুষের মাঝে ভয় কম কাজ করছে । কথা যারা না শুনবে তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে । প্রয়োজনে আরো কঠোর করা হবে ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর