× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

হে বন্ধু বিদায়...

অনলাইন

সৈয়দ মনসুর উদ্দিন
(৪ বছর আগে) এপ্রিল ৯, ২০২০, বৃহস্পতিবার, ৮:২২ পূর্বাহ্ন

সব কিছু ভেঙ্গে চুরমার করে আমাদের ফয়সাল ভাই চলে গেছেন।

পৃথিবীর এই কোলাহলে তাকে আর আমরা খুঁজে পাবোনা! আর দেখবো না ভরা জোৎস্নার মতো তার ভুবন ভুলানো মিষ্টি হাসি। বিলাতের জোৎস্না মেখেই তিনি মিশে গেছেন ওই দূর নক্ষত্রের ভীড়ে। তিনি এখন কেবলই অসীম এবং অনন্তের বাসিন্দা!  

ইন্না লিল্লাহি ...  ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 
লন্ডনের রমর্ফোডের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: আব্দুল মাবুদ চৌধুরী ওরফে ফয়সাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত‍্য‍াগ করেছেন বুধবার রাতে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। বাংলাদেশে তার আদি বাড়ি হবিগজ্ঞের নবীগজ্ঞ থানায়।

তিনি সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন।
এমবিবিএস করেন চট্রগ্রাম মেডিক্যাল কলেজ থেকে।

১১ বছরের কন‍্যা ওরিশা, ১৮ বছরের পুত্র ইনতিসার আর আমাদের সবার প্রিয় রাণী ভাবীর বুকফাটা আতর্নাদ এবং বিলাতে বাঙ্গালী কমিউনিটির হাহাকার ও কর্মস্থলের সহকর্মী ডাক্তারদের সকল চেষ্টা ব‍্যর্থ করে তিনি আমাদের কাছ থেকে চির বিদায় নিলেন।  

স্বপ্ন দিয়ে গড়া একটি অপুর্ব সুন্দর জীবন শেষ হলো স্মৃতি দিয়ে - নির্ধারিত সময়ের অনেক আগেই...।

এই স্মৃতি অনেক বেদনার, এই মৃত্যু অনেক ভারী!

হে বন্ধু বিদায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর